ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৪
আজ দিনব্যাপী বিনামূল্যে ভোলার মনপুরায় মানসিক স্বাস্থ্য ক্যাম্প। ছবি : বাসস

ভোলা, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার মনপুরা উপজেলায় আজ দিনব্যাপী বিনামূল্যে ‘মানসিক স্বাস্থ্য ক্যাম্প’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকাল ৯ টা থেকে দিনব্যাপী উপজেলার হাজীর হাট সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ মানসিক স্বাস্থ্য ক্যাম্পের  কার্যক্রম চলে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিকস- এর উদ্যোগে দেশব্যাপী আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কবির সোহেলের তত্ত্বাবধানে এ চিকিৎসা ক্যাম্পে ঢাকা থেকে আগত ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ স্বাস্থ্য  সেবা দেন।

ঢাকা থেকে আগত চিকিৎসকরা হলেন- অধ্যাপক ডা. আব্দুল ওয়াহাব মিনার, ডা. মোহাম্মদ জামাল উদ্দিন রিয়াদ, ডা. মো. তৈয়বুর রহমান, ডা. মো. আরিফুজ্জামান, ডা. শাহাদাত হোসাইন প্রমুখ।  

এ সময় অন্যান্যের মধ্যে মনপুরা হাজির হাট সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পে মনপুরার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা রোগীরদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরাও চিকিৎসা সেবা গ্রহন করেন। চিকিৎসা নিতে আসা রোগীদের বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি
ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মালয়েশিয়ায় কূটনৈতিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
দুষ্কৃতকারীরা মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বসতবাড়িতে আগুন দিয়েছে
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান 
১০