মহাখালী কোভিড-১৯ হাসপাতাল নির্মাণে দুর্নীতির অভিযোগে দুদক-এর মামলার অনুমোদন

বাসস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ১৭:১৯

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস) : বিশ্ব ব্যাংকের অর্থায়নে নির্মিত মহাখালী ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতাল প্রকল্পে বড় ধরনের দুর্নীতির প্রমাণ পাওয়ায়, একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ দুদক-এর জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজীর আহমেদ।

দুদক জানায়, প্রকল্পের তৎকালীন পরিচালক ডা. মো. ইকবাল কবীরের প্রত্যক্ষ মদদে অনুমোদনকারী কর্তৃপক্ষের লিখিত অনুমোদন, ওয়ার্ক অর্ডার বা নোটিফিকেশন অফ এওয়ার্ড ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশে এসআরএস ডিজাইন এন্ড ফ্যাশন লিমিটেডকে দিয়ে হাসপাতালের ৬ষ্ঠ তলায় কাজ করানো হয়। উক্ত কাজে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান সরকারের অনুমতি ছাড়া অস্বাভাবিক ব্যয়ে বিল তৈরি করে, যার পরিমাণ ছিল ৪ কোটি ৩৫ হাজার ৪১৩ টাকা ২৮ পয়সা।

কিন্তু নিরপেক্ষ প্রকৌশল মূল্যায়নে প্রকৃত ব্যয় ধরা হয় মাত্র ৬৯ লাখ ৭৩ হাজার ৫৫৯ টাকা। 
ফলে এতে প্রায় ৩ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৮৫৪ টাকা আত্মসাতের অপচেষ্টা চলে বলে অনুসন্ধানে উঠে আসে।

তথ্যানুসন্ধানে আরও জানা যায়, এই বিল প্রথমে হাসপাতাল পরিচালক এবং পরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর প্রেরণের ব্যবস্থা করা হয়।

কমিশনের অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রতীয়মান হওয়ায় ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেসের সাবেক প্রকল্প পরিচালক ডা. মো. ইকবাল কবীর ও এসআরএস ডিজাইন এন্ড ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন চায় বিএনপি : সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ভারতীয় গানের ফুটেজ ব্যবহার করে বাংলাদেশবিরোধী অপপ্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত থাকবে
মিটফোর্ডে ব্যবসায়ীকে নিষ্ঠুরভাবে হত্যার ঘটনায় জামায়াতের উদ্বেগ ও শোক প্রকাশ
বিএনপির রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই : মির্জা ফখরুল ইসলাম
জীবন বাঁচাতে আগে ত্রাণ, পরে টেকসই বাঁধও হবে : ফেনীতে ত্রাণ উপদেষ্টা
ফেনীতে বন্যাদুর্গতদের মাঝে বিজিবির খাদ্যসামগ্রী বিতরণ 
জামায়াতের লক্ষ্য নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়া : শফিকুল ইসলাম মাসুদ
মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও দায় বিএনপির ওপর চাপানো নোংরা অপরাজনীতি : সালাহউদ্দিন আহমেদ
চাঁদাবাজদের হাত থেকে দেশের ব্যবসায়ীদের রক্ষা করবো : নাহিদ ইসলাম
১০