চট্টগ্রামে ডেঙ্গুতে এক বৃদ্ধের মৃত্যু, আক্রান্ত ২৩

বাসস
প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ২০:১৫

চট্টগ্রাম, ১৩ জুলাই, ২০২৫ (বাসস) : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে  নুরুল হক (৬৫) নামে  ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে  মোট ৪ জনের  মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে আজ একথা জানা গেছে। 

সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২৩ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছে। 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত নুরুল হক চট্টগ্রামের পটিয়া উপজেলার বাসিন্দা।  তিনি গত শুক্রবার ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়েছে। 

এর আগে চট্টগ্রামে গত এপ্রিলে ১ জন এবং জানুয়ারিতে ১ জনের ডেঙ্গুতে মৃত্যু হয়।

চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত চট্টগ্রামে শনাক্ত হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০৯, যার মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৬ জন মহিলা এবং ৯৬ জন শিশু। আক্রান্তদের মধ্যে ২৭৭ জন নগরীর এবং ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উল্লেখ্য, ২০২৪ সালে চট্টগ্রামে ৪ হাজার ৩২৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল, যার মধ্যে ৪৫ জন মারা যান।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম জানান,  ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে ৩৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাভারে চুরি হওয়া ১৬ বান্ডেল পশুর চামড়া উদ্ধার, গ্রেফতার ২
ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে নিহত লিটনের মরদেহ ২২ ঘণ্টা পর হস্তান্তর
শিল্পকলায় মঞ্চস্থ হলো নাটক ‘মুখোমুখি’
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : ডা. শফিকুর রহমান
১০