চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত আরও ৭ জন হাসপাতালে ভর্তি

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:০৮

চট্টগ্রাম, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত ৭ জনের মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন, উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং বেসরকারি হাসপাতালগুলোতে ৩ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।’

সিভিল সার্জন কার্যালয় সূত্র অনুযায়ী, চট্টগ্রামে চলতি বছর এ পর্যন্ত  ৬১১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৩ জন। চলতি জুলাই মাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। চলতি বছর আক্রান্তদের মধ্যে ২৭৯ জন নগরীর এবং ৩৩২ জন জেলার অন্যান্য এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে ৩৩৯ জন পুরুষ, ১৭৪ জন নারী এবং ৯৮ জন শিশু রয়েছে।২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৪ হাজার ৩২৩ জন এবং মারা গেছেন ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হন ১৪ হাজার ৮৭ জন এবং মারা গেছেন ১০৭ জন। ২০২২ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৫ হাজার ৪৪৫ জন এবং মারা গেছেন ৪১ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০