ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জেডআরএফ’র জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 

বাসস
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৮:৪৫ আপডেট: : ১৭ জুলাই ২০২৫, ১৮:৫৭
ছবি : বাসস

ঢাকা, ১৭ জুলাই, ২০২৫ (বাসস) : জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে প্রচারপত্র ও মাস্ক বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর পান্থপথ বসুন্ধরা মার্কেটের সম্মুখ স্থানে ‘ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনামূলক প্রচার পত্র’ বিতরণের এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির  সিনিয়র যুগ্ম- মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশন এর গৃহীত বিভিন্ন কর্মসূচির আয়োজক কমিটির আহবায়ক কৃষিবিদ ড. মাহফুজুল হক বাচ্চু, সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামিম, লিফলেট বিতরণ কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মাহবুব আলম, আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক কৃষিবিদ শফিউল আলম দিদার, ডা পারভেজ রেজা কাকন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ডা. হারুন আল রশিদ, কৃষিবিদ অধ্যাপক ড. আবদুল করিম ফাউন্ডেশনের ডিরেক্টর কৃষিবিদ শামিমুর রহমান শামিম, সাংবাদিক মুরসালিন নোমানী, প্রকৌশলী জহির উল ইসলাম, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, সাংবাদিক সাঈদ খান, মনিটর ডা. মো. মেহেদী হাসান, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, প্রকৌশলী সুমায়েল মল্লিক, প্রকৌশলী আরিফুল ইসলাম তুষার, স্বেচ্ছাসেবক দলের ভাইস প্রেসিডেন্ট ডা. জাহিদুল কবির, কো-অর্ডিনেটর ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ, অধ্যাপক ড. আবদুল করিম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহিন হাওলাদার, কৃষিবিদ ড. আকিকুল ইসলাম, সদস্য ডা. মো. সিরাজুল ইসলাম, শামিমা রহিম, ইঞ্জিনিয়ার এনামুল হক, ডা. এম আর হাসান, ডা. বাছেদুর রহমান সোহেল, ডা লাবিদ রহমান, ডা. লিংকন, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মাহমুদুল হাসান, ডা. হাসিবুর রহমান, ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. নয়ন, এম- ট্যাব এর সিনিয়র যুগ্মমহাসচিব দবির উদ্দিন তুষার ও মিজানুর রহমান। 

এ সময় বসুন্ধরা শপিং কমপ্লেক্স চত্ত্বরে ও এর সংলগ্ন এলাকায় পাঁচ হাজার লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে এ কর্মসূচি চলবে। পরবর্তীতে বৃষ্টি কমলে স্প্রে ও মশারি বিতরণ করা হবে।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০