করোনায় আরও ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৫৬

ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর করোনা আক্রান্ত হয়েছেন ৭০৪ জন। এ যাবত দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ২৪৯ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে মোট ১৩৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত ১ কোটি ৫৭ লাখ ৩৬ হাজার ৫৮৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। চলতি বছর করোনায় এ পর্যন্ত মোট ২৮ জনের মৃত্যু হয়েছে। দেশে শুরু থেকে এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৭ জনের।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ২২ শতাংশ। এ যাবত শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ। 

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।  ১০ দিন পর একই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুই দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান তিন দিনের জন্য স্থগিত 
ওই সময়ে শিক্ষার্থীরা ক্লাস ছুটি শেষে মাত্র বের হচ্ছিল : শিক্ষা উপদেষ্টা 
আদালত অবমাননা হয়, এমন কিছু লেখা যাবে না: আজিজ আহমদ ভূঞা
শিশুদের শরীর এতটাই পুড়েছে যে, ক্যানোলা বসানোও সম্ভব হয়নি : ডা. আনারুল
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পোপ
ইউক্রেনের সঙ্গে আলোচনার তারিখ নির্ধারণে কাজ চলছে : ক্রেমলিন
পাইলট তৌকিরের মৃত্যুতে রাজশাহীতে শোকের ছায়া : মা-বাবা ঢাকায়
মাইলস্টোন ট্রাজেডি: আহতদের চিকিৎসায় বিএমইউয়ে ল্যাবরেটরি ও ইমার্জেন্সি সার্জারি ২৪ ঘণ্টা খোলা, প্রস্তুত আইসিইউ
বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সকল মসজিদে বিশেষ দোয়া আগামীকাল
চীনা জলবিদ্যুৎ প্রকল্প ভাটির দেশগুলোকে প্রভাবিত করবে না: রাষ্ট্রদূত
১০