চট্টগ্রাম, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর করোনায় চট্টগ্রামে মোট ৯ জন মারা গেলেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে আজ এ তথ্য জানা গেছে।
মারা যাওয়া মো. মুজিবুর রহমান (৫৫) নগরের বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৬৭ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত ৩ জনই বেসরকারি শেভরন ডায়াগনস্টিকে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন।
জানা যায়, চলতি বছর চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ১৯৫ জন নগরীর, বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া এ সময়ে কোভিড আক্রান্ত হয়ে নিহত ৯ জনের মধ্যে ৪ জন নগরীর, ৪ জন বিভিন্ন উপজেলা এবং একজন নোয়াখালীর বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, করোনার পাশাপাশি মুজিবুর রহমান বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তিন দিন আগে তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।