ডেঙ্গু আক্রান্ত ১৬৪ জন হাসপাতালে 

বাসস
প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ১৯:০৫

ঢাকা, ২৫ জুলাই, ২০২৫ (বাসস) : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৬৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬০ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৯ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২৯ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দশজন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৬ জন রয়েছেন।

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৬৪ জন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৮ হাজার ৭৮৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী। এসময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৭ হাজার ৪১১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন।

২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
লক্ষ্মীপুরে কাভার্ড ভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১
আমার শহরে জুলাই অভ্যুত্থান / চাঁদপুরে আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা 
দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা
ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব নীরবতায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫
আমার শহরে জুলাই অভ্যুত্থান / খুলনা ছিল আন্দোলনে উত্তাল, সারাদিন চলে ব্যাপক ধড়পাকড়
থাই সংঘর্ষে কম্বোডিয়ার মৃতের সংখ্যা বেড়ে ১৩ : প্রতিরক্ষা মন্ত্রণালয়
আমার শহরে জুলাই গণঅভ্যুত্থান / মেহেরপুর ছিল আতঙ্কের শহর
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৩০
মৃত্যুতে নামহীন, স্মৃতিতে অম্লান : অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান
১০