হবিগঞ্জে প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৯
প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার। ছবি : বাসস 

হবিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথী, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা গৌতম চন্দ্র রায় প্রমুখ।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে করে সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারে সেজন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের জনবল সংকট দূর করে সেগুলোতে আরো প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০