হবিগঞ্জে প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার 

বাসস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ১৮:৫৯
প্রান্তিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার। ছবি : বাসস 

হবিগঞ্জ, ২৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় আজ কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিতকরণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের কমিউনিটি বেইজড হেলথ কেয়ার, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাষ্ট-এর ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আখতারুজ্জামান।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে এ সেমিনারে বক্তব্য রাখেন স্বাস্থ্য হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্মদ্বীপ বিশ্বাস, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী কাজী মহসিন আহমেদ, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মইনুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী, হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দে, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার সাথী, কমিউনিটি ক্লিনিক কর্মকর্তা গৌতম চন্দ্র রায় প্রমুখ।

প্রধান অতিথি মো. আখতারুজ্জামান বলেন, সরকার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে জনগনের দোড়গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। প্রান্তিক মানুষ যাতে করে সহজেই প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারে সেজন্য পরিকল্পনা গ্রহন করা হয়েছে। কমিউনিটি ক্লিনিকের জনবল সংকট দূর করে সেগুলোতে আরো প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীর ভাটারায় অপহৃত ফল ব্যবসায়ী উদ্ধার, গ্রেফতার ৫
সাম্প্রতিক দুর্ঘটনায় বিমান বাহিনী পরিচালিত কার্যক্রম
মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে বার্ন ইনস্টিটিউটে গেলেন প্রধান উপদেষ্টা
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১০