সুনামগঞ্জ সদর হাসপাতালে উন্নমানের চিকিৎসা পদ্ধতি চালু

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ১৪:৩৭
২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাপাতাল। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৩০ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাপাতালে উন্নতমানের চিকিৎসা পদ্ধতি চালু হয়েছে। জনসাধারণের সেবা দেয়ার লক্ষ্যে এই হাসপাতালে সিজারিয়ান সেকশনের পাশাপাশি পিত্তথলির পাথর, হার্নিয়া এবং অ্যাপেন্ডিসেক্টমি, নাক কান বিভাগের টনসিল্যাকটোমিসহ বিভিন্ন মাইনর সার্জারি অপারেশন চালু হয়েছে। এই সার্জারিগুলো বাইরে অর্থাৎ প্রাইভেট ক্লিনিকে করাতে প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। কিন্তু সরকারি হাসপাতালে স্বল্প খরচে বা বিনামূল্যে এই সেবাগুলো পাওয়া যাবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর মাধ্যমে হাওর অঞ্চলের নিম্ন আয়ের মানুষের জন্য উন্নত চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। 

সুনামগঞ্জ সদর হাসপাতালে কিছুদিন ডাক্তার ছিলেন না, ডাক্তার পাওয়ার পর আবার মেশিন নষ্ট ছিলো। বর্তমানে টেন্ডার প্রক্রিয়া শেষ হওয়া এবং ওষুধ পাওয়ায় জেনারেল সার্জারিগুলো চালু হয়েছে। এগুলো এতদিন বন্ধ ছিল। এখন মানুষ স্বস্তি পাবে।

এখন থেকে রোগীদের রক্ত পরিসঞ্চালন সেবার জন্য ব্লাড ব্যাগ ও ট্রান্সফিউশন সেট বাইরে থেকে কিনতে হবে না। হাসপাতাল ল্যাবরেটরি থেকেই প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হবে, শুধু ব্লাড ক্রস ম্যাচিং যে সরকারি ফি আছে, এটিই লাগবে। হাসপাতালের তিনতলায় অপারেশন থিয়েটার (OT) এবং দোতলায় ল্যাবরেটরি রয়েছে যেখানে রক্তের কাজ সম্পন্ন করা হয় বলে জানান, হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন, আমরা সুনামগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা উন্নত করতে বদ্ধপরিকর। জেনারেল সার্জারি পরিষেবাগুলো নিম্ন আয়ের রোগীদের এখন আর প্রাইভেট ক্লিনিকে যেতে হবে না। সুনামগঞ্জ হাসপাতালে এগুলো বিনামূল্যে করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০