ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্প উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১৯:১৮
ছবি : বাসস

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস): ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য ও তাঁদের পরিবারের জন্য আয়োজিত চক্ষু শিবির ও ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

আজ সোমবার লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়াল এবং লায়ন্স ক্লাব অব ঢাকা লিজেন্ডসের সহযোগিতায় ডিআরইউ প্রাঙ্গণে তিনি এ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য সচিব বলেন, দেশের শহরাঞ্চলে প্রাথমিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখনও কিছু দুর্বলতা রয়েছে। এই পরিস্থিতি কাটিয়ে উঠতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি এনজিওগুলোর ভূমিকার প্রশংসা করে বলেন, দেশের বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। এনজিওগুলো এ ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে। 

সম্প্রতি জুলাই মাসে গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় এনজিওগুলোর সহায়তা তার প্রমাণ।

ব্যক্তিগত সুস্থতার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিজের সুস্থতার জন্য নিজেকেই সচেতন থাকতে হবে। খাদ্যাভ্যাস সঠিক রাখতে হবে।

অনুষ্ঠানে ডিআরইউ সদস্যদের পক্ষ থেকে ইউনিটে একটি পৃথক কমিউনিটি ক্লিনিক স্থাপনের দাবি জানানো হয়। পাশাপাশি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা যেকোনো সরকারি হাসপাতালের সঙ্গে চুক্তি করে সাংবাদিকদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রস্তাবও তুলে ধরা হয়।

সাংবাদিকদের দাবির প্রসঙ্গে স্বাস্থ্য সচিব বলেন, আপনারা নিবন্ধন করলে আমাদের পক্ষে অনুদান দেওয়া সহজ হবে। আর অন্যান্য বিষয়গুলো প্রক্রিয়াগতভাবে বিবেচনা করা হবে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এবং সভাপতিত্ব করেন সভাপতি আবু সালেহ আকন। এতে আরও উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ঢাকা আইডিয়ালের পরিচালক নওজাত সারওয়াত ইসলাম, লায়ন্স ক্লাব অব ঢাকা লিজেন্ডসের প্রেসিডেন্ট মো. রিয়াসাত ইসলাম, ডিআরইউর সিনিয়র সদস্য আজমল হক হেলাল, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, নারী সম্পাদক রোজিনা রোজী এবং সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের ৮০তম জন্মদিনে হোয়াইট হাউসে হবে ইউএফসি লড়াই
দেশের মানুষই বিএনপির আস্থার প্রতীক : তারেক রহমান
আবারও বিসিবি সভাপতি বুলবুল
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১.৬৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল
সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের তুরস্ক সফর
প্রবীণদের আত্মনির্ভরশীল জীবনের সুযোগ তৈরিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
গ্যাসের সুষম মূল্য নিশ্চিত করা হবে : বিইআরসি
১০