সিলেট বিভাগে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:০২

সিলেট, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : সিলেটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫ জনের শরীরে ডেঙ্গু রোগ শনাক্ত হয়েছে। এই নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যা দুইশ ছাড়িয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে আজ সোমবার এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ২৯ জন, মৌলভীবাজারে ২১ জন এবং হবিগঞ্জে ১১৫ জন রয়েছেন। তবে এ বছর এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৮ জন। এর মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে এক জন, হবিগঞ্জ সদর হাসপাতালে দুই জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে দুই জন চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে, বিভাগে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে কোন নমুনা পরীক্ষা করা হয়নি ফলে শনাক্তও শূন্য। চলতি বছর বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩০ জন। যার মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ ২৩ জুলাই একজনের দেহে করোনা শনাক্ত হয়।  

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা. আনিসুর রহমান বলেন, যারাই আক্রান্ত হয়েছেন সবারই ঢাকায় ট্রাভেল হিস্ট্রি রয়েছে। বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী হওয়ায় হবিগঞ্জ জেলায় ডেঙ্গুরোগীর সংখ্যা তুলনামূলক বেশি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলাগুলোকে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতের নির্দেশনা দেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০