গ্রেটা থুনবার্গসহ ফ্লোটিলার ১৭১ কর্মীকে বিতাড়িত করেছে ইসরাইল

বাসস
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ২১:০৬

ঢাকা, ৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইসরাইল সোমবার জানিয়েছে, গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজের বহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে আটক হওয়া ১৭১ জন অধিকার কর্মীকে বিতাড়িত করা হয়েছে। তাদের মধ্যে সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে বলেছে, ‘গ্রেটা থুনবার্গসহ হামাস-সুমুদ ফ্লোটিলার আরো ১৭১ জন উস্কানিদাতাকে আজ ইসরাইল থেকে গ্রিস ও স্লোভাকিয়ায় বিতাড়িত করা হয়েছে।’

পোস্টে আরো উল্লেখ করা হয়েছে, বিতাড়িতরা গ্রিস, ইতালি, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নাগরিক।

পোস্টের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা যায়, থুনবার্গসহ দুই নারী তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে হেঁটে যাচ্ছেন। এ সময় তারা ইসরাইলি কারাগারের ধূসর ট্র্যাকসুট পরিহিত ছিলেন।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এএফপি’কে জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩৮ জন অধিকারকর্মী এখনো ইসরাইলের হেফাজতে রয়েছেন।

এরআগে ৪৫টি নৌযানের ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ ইসরাইলের অবরোধ ভেঙে গাজায় সাহায্য পৌঁছানোর চেষ্টা করে। জাতিসংঘ বলেছে, দুই বছরের ধ্বংসাত্মক সংঘাতে গাজায় দুভিক্ষ শুরু হয়েছে।

ইসরাইল বুধবার আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলার জাহাজ আটক করা শুরু করে। বৃহস্পতিবার ইসরাইলের এক কর্মকর্তা জানান, চারশ’রও বেশি যাত্রীবাহী এ জাহাজগুলো ফিলিস্তিনি ভূখণ্ডে পৌঁছানোর চেষ্টার সময় আটকে দেওয়া হয়েছে।

ইসরাইল থেকে বিতাড়িত হয়ে ইস্তাম্বুলে পৌঁছানো পর শনিবার একদল আন্তর্জাতিক অধিকার কর্মী জানান, তারা সহিংসতার শিকার হয়েছেন এবং তাদের সঙ্গে ‘প্রাণিসুলভ আচরণ করা হয়েছে’।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক্সে এক পোস্টে জানায়, এই প্রচারণায় অংশগ্রহণকারীদের আইনগত সকল অধিকার পূর্ণরূপে নিশ্চিত করা হয়েছে এবং ভবিষ্যতেও তা বহাল থাকবে।

পোস্টে আরো বলা হয়েছে, ‘তারা (অধিকার কর্মীরা) তাদের পূর্বপরিকল্পিত ভুয়া খবরের অংশ হিসেবে মিথ্যাচার করছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নারীর ক্ষমতায়ন বাস্তব নেতৃত্ব ও প্রতিনিধিত্বের মাধ্যমে প্রতিফলিত হতে হবে: শ্রম উপদেষ্টা
নৌবাহিনীর যৌথ অভিযানে খুলনায় আগ্নেয়াস্ত্রসহ সন্ত্রাসী আটক
ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশি : আমীর খসরু
অহিংস আর মঙ্গলবারতায় চট্টগ্রামের আকাশে উড়ল প্রবারণার ফানুস
রাস্তা দখল ও হাসপাতালে চুরির ঘটনায় ৭ জনের কারাদণ্ড
জাতীয় পেনশন কর্তৃপক্ষের কার্যক্রম আরও শক্তিশালী করার উদ্যোগ
ইসি-মিডিয়া সংলাপ : স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান
খুলনায় যুব মহিলা লীগ সভাপতি তুলি গ্রেফতার
ফ্রান্সের ২৭ দিনের প্রধানমন্ত্রী লেকর্নু
গাজায় জিম্মি ও ইসরাইলে আটক ব্যক্তিদের সহায়তায় প্রস্তুত রেড ক্রস
১০