চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ পালিত

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৮:৪২
আজ চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫ পালিত। ছবি : বাসস

চট্টগ্রাম, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস): ‘লাভ ইউর আইস’-এই প্রতিপাদ্য’কে সামনে রেখে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে (সিইআইটিসি) আজ বৃহস্পতিবার ‘বিশ্ব দৃষ্টি দিবস-২০২৫’ পালিত হয়েছে। 

সকালে দিবসটি উপলক্ষে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালি শেষে সিইআইটিসি’তে অধ্যাপক ডা. মোহাম্মদ মুনিরুজ্জামান ওসমানী বলেন, সংবেদনশীল অঙ্গগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ চোখ। চোখকে ভালোবাসতে হবে।

আমাদের সমগ্র বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া চোখের সামান্য সমস্যাও শুধু দৃষ্টিশক্তিকে দুর্বল করে না, অনেক সময় অন্ধত্বেরও কারণ হতে পারে। 

খাদ্য, শারীরিক পরিচ্ছন্নতা এবং ব্যায়ামও দৃষ্টিশক্তি শক্তিশালী এবং চোখ সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ডা. সুজিত কুমার বিশ্বাস চোখে কোনও ধরনের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা উচিত নয় বলে জানান। এছাড়া দিবসটি উপলক্ষে আগত রোগীদের মধ্যে চোখের যত্ন নেওয়ার জন্য গণসচেতনতা তৈরি, চক্ষু রোগ নির্মূলে প্রভাবিত করা ও চোখের যত্ন নেওয়ার তথ্য জানানো হয়।

উপস্থিত ছিলেন- ডা. এ.এস.এম মাহাবুবুল আলম, ডা. ফারজানা আক্তার চৌধুরী, ডা. কাজী তাহমিনা আক্তার, ডা. সুইটি বড়ুয়া, ডা. মেরাজুল ইসলাম ভূঁইয়া, ডা. সালমা আকবর, ডা. আনিকা, ডা. অপরাজিতা রায়হান, ডা. সূবর্ণা সুলতানা, ডা. ফ্লোরা নাসরিন, ডা. তারিন, ডা. জোবায়াদা নুরসহ হাসপাতালের চিকিৎসক, অপটোমেট্রি, প্যারামেডিক ও শিক্ষার্থীবৃন্দ।

অন্ধত্ব প্রতিরোধ এবং চোখের সমস্যা সম্পর্কে সাধারণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে ২০০০ সাল থেকে প্রতিবছর অক্টোবরে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, রাষ্ট্র পুনর্গঠনের মূলমন্ত্র : ড. জিয়াউদ্দিন হায়দার
যুক্তরাজ্যের বাণিজ্য দূতকে প্রধান উপদেষ্টা : ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার অঙ্গীকারবদ্ধ
যৌথ বাহিনীর অভিযানে গত এক সপ্তাহে সারাদেশে আটক ২২৪
বিগত সরকারের ১৫ বছরের শাসনামলে গণমাধ্যমের ভূমিকার আত্মসমালোচনা হওয়া প্রয়োজন : তথ্য উপদেষ্টা
শিক্ষা খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও নেপাল
যুদ্ধবিরতি গাজাবাসীর জন্য স্বস্তির, তবে স্বাধীন ফিলিস্তিনের বিকল্প নয় : ইসলামী আন্দোলন
ডেঙ্গু আক্রান্ত ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮১
এনসিপি শাপলা প্রতীক পাবে, আমরা আশাবাদী : নাসির উদ্দিন পাটোয়ারী 
বাংলাদেশে বিনিয়োগের জন্য এখনই সবচেয়ে উপযুক্ত সময় : বিডা
চাঁদপুরে অনলাইনে ইলিশ বিক্রির নিবন্ধন পেলেন ৭ ব্যবসায়ী
১০