ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘এক্সেস টু সার্ভিস: মেন্টাল হেলথ ইন ক্যাটাসট্রোফিস এন্ড ইমার্জেন্সিস’ প্রতিপাদ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সমাজকর্ম বিভাগ ও গ্লোবাল স্ট্রিট কানেক্টের যৌথ সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান।
এছাড়াও অধ্যাপক ড. আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মহসীন রেজা সহ বিভাগের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আলোচনায় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মুহা: শহীদুল হক বলেন, ‘নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হওয়ার পাশাপাশি আশেপাশের মানুষের মানসিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হতে হবে। কারো মানসিক স্বাস্থ্য ব্যাহত হলে প্রাথমিকভাবে তার পরিবারের সদস্য, শিক্ষক ও বন্ধুমহল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’
অধ্যাপক ড. মহসিন রেজা বলেন, ‘৭৫ ভাগ কিশোর-কিশোরী কোন না কোনভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। মানসিক স্বাস্থ্য কেবল ব্যক্তিগত বিষয় নয়; এটি পারস্পরিক সম্পর্ক ও সামাজিক ভারসাম্যের ভিত্তিও। সহকর্মী, বন্ধু, পরিবার কিংবা আত্মীয়—সবার মানসিক সুস্থতা নিশ্চিত করা মানবিক দায়িত্ব এবং একে অপরের প্রতি সহমর্মিতার বাস্তব প্রকাশ।’
অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘প্রত্যেককে সতর্কতার সঙ্গে আচরণ করতে হবে যাতে কেউ আঘাতপ্রাপ্ত হয়ে মানসিক স্বাস্থ্যের ক্ষতি না করে।’
বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘আধুনিক জীবনযাত্রা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য চ্যালেঞ্জ। মানসিকভাবে ভেঙে পড়া মানুষকে অনেক সময় তুচ্ছতাচ্ছিল্য করা হয়। এজন্য আমাদের পরিবার, প্রতিষ্ঠান ও চারপাশের পরিবেশকে সমর্থনমুখী ও সহানুভূতিপূর্ণ করতে হবে।’
তিনি আরও বলেন, এবছর ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস’ ১০ অক্টোবর। যেহেতু আগামীকাল শুক্রবার, তাই আমরা আজ (৯ অক্টোবর) দিনটি পালন করছি। এর মাধ্যমে শিক্ষার্থীদের সচেতনতা বাড়াতে চাই।