সাবেক অতিরিক্ত সচিব হারুনের জমি-ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৭:০৯
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাস। ছবি: সংগৃহীত

ঢাকা, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. হারুন-অর-রশিদ বিশ্বাসের চার কোটি ৩৯ লাখ ২৯ হাজার টাকা মূলের স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। স্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে জমি, ফ্ল্যাট ও একটি গাড়ি। অপর দিকে তার নামে থাকা ৯ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের(দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ আজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানান।

আবেদনে উল্লেখ করা হয়েছে, আসামি হারুন-অর-রশিদ বিশ্বাস জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ৩৭ লাখ ৩৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। তার নিজ ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে ৯টি ব্যাংক হিসাবে ২৯ কোটি ৭৪ লাখ টাকা জমা ও ২৭ কোটি ৯৫ লাখ ৯৫ হাজার টাকা উত্তোলন করে সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিং এর সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুস’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করায় দুদক মামলা দায়ের করেন। তিনি সম্পত্তি অন্যত্র বিক্রি, হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা চালাচ্ছেন মর্মে গোপন সূত্রে জানা যায়। মামলা নিষ্পত্তির পূর্বে স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমূহ ক্ষতির কারণ রয়েছে। তাই স্থাবর সম্পদ ক্রোক ও অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণপূর্বক রিসিভার নিয়োগ করা একান্ত প্রয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ কোটি টাকা পাচারের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা
বগুড়ায় আয়োডিনযুক্ত লবণ আইন বাস্তবায়নে কর্মশালা
পল্লবী ও নিউমার্কেট থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৩০ জন গ্রেফতার 
সূচক ও লেনদেনে ধীরগতি, ডিএসইতে টার্নওভার ৫৩০ কোটি টাকা
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আদিতমারীতে গণমিছিল ও সমাবেশ
‘গাজা থেকে তোমাদের জন্য ভালোবাসা পাঠাচ্ছি’: ফিলিস্তিনিবাসী
উপদেষ্টা পরিষদের সভায় ১১টি অধ্যাদেশ, তিনটি প্রস্তাব অনুমোদন
বাংলাদেশ একাদশে নেই শমিত, জামাল
 ডা. ইকবাল ও তার ছেলের বিরুদ্ধে দুদকের মামলা
ধর্ম-বর্ণ নির্বিশেষে বিএনপি সবার দল : এমরান সালেহ প্রিন্স
১০