তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আদিতমারীতে গণমিছিল ও সমাবেশ

বাসস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:০৮
ছবি: বাসস

লালমনিরহাট, ৯ অক্টোবর, ২০২৫ (বাসস) : ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে আজ বৃহস্পতিবার সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন, আদিতমারী উপজেলা শাখা’। 

উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও আদিতমারী-কালিগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রোকন উদ্দিন বাবুল।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সালেকুজ্জামান প্রামানিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী বাবু, যুবদলের আহ্বায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল হক বান্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়া রনি, ছাত্রদলের আহ্বায়ক আব্দুল হালিম ও সদস্য সচিব আমির হামজা নান্নুসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সরকারি আদিতমারী মডেল স্কুল মাঠ থেকে একটি গণমিছিল বের হয়ে লালমনিরহাট-পাটগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বর হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তা নদীর ন্যায্য পানিবণ্টনের দাবি জানিয়ে এ সময় বক্তারা বলেন, মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মিরপুরে মাদক বিরোধী অভিযান : ২৩ জনকে কারাদণ্ড
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ৩৮৪৮ মামলা
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে খুলনায় বিনামূল্যে চক্ষু সেবা প্রদান
ভান্ডারিয়া পৌরসভা নির্বাচনের নতুন গেজেট প্রকাশ : মাহিবুল হোসেনকে মেয়র ঘোষণা
কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ
১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন
অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চার জেলায় দুদকের অভিযান
দল হিসেবে আওয়ামী লীগের বিচার হওয়া প্রয়োজন : উপদেষ্টা আসিফ মাহমুদ
শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
১০