চমেক হাসপাতালে বিশ্ব স্ট্রোক দিবস ২০২৫ পালন

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৩
সোমবার স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫ পালন করা হয়। ছবি : বাসস

চট্টগ্রাম, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : স্ট্রোক প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব স্ট্রোক দিবস-২০২৫ পালন করা হয়েছে।

আজ সোমবার সকালে চমেকের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিশ্বে প্রতি চারজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন জীবনের কোনো না কোনো সময়ে স্ট্রোকে আক্রান্ত হন। অথচ এর বেশিরভাগ ঝুঁকিই আমাদের নিয়ন্ত্রণাধীন। নিয়মিত ব্যায়াম, কম লবণ গ্রহণ, ধূমপান- অ্যালকোহল থেকে বিরত থাকা, ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণ।

মেয়র বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে আমরা যে বার্তাটি দিতে চাই তা হলো- স্ট্রোক প্রতিরোধ চিকিৎসার আগেই শুরু করা দরকার। প্রতিটি মানুষেরই উচিত প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন হওয়া এবং ‘গোল্ডেন আওয়ার’-এ দ্রুত চিকিৎসা নেওয়া। সময়মতো ব্যবস্থা নিলে স্ট্রোকে মৃত্যুহার বহু কমে যায়।’

উদ্বোধনের পর চমেক প্রাঙ্গণ থেকে সচেতনতামূলক সাইকেল র‌্যালি বের হয়। পরে দিনব্যাপী রক্তচাপ পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরামর্শ, স্ট্রোক প্রতিরোধ বিষয়ে লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তাসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মোহাম্মদ জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চলতি শিক্ষাবর্ষে দুই বিষয়ে শিক্ষার্থী ভর্তি অপেক্ষায় বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
বিএমইউতে ইভিডেন্স বেইসড মেডিসিন কর্মশালা ও হার্ভার্ডের সাথে চুক্তি
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত 
আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের সক্ষমতা রয়েছে: আইজিপি
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা
পটুয়াখালীর হেমায়েত আর বকের বন্ধুত্বে মুগ্ধ সবাই
ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে র‌্যালি ও সমাবেশ
হাসিনার সাবেক প্রেস সচিব নাঈমুল ইসলাম খান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
পুরোনো ছবি ব্যবহার করে গুজব ছড়ানো হচ্ছে : বাংলাফ্যাক্ট
গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মঈনুল ইসলাম অবসরে
১০