ইইউ’র শুল্ক প্রস্তাব ‘আমাদের জন্য খুবই খারাপ’ : ট্রাম্প

বাসস
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৫, ১২:৩১

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, গাড়িসহ শিল্প পণ্যের ওপর শুল্ক রেয়াতের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবটি আটলান্টিক মহাদেশের বাণিজ্য ঘাটতি পূরণের জন্য যথেষ্ট নয়।

গতকাল সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। জাপানের মত তারা আমাদের গাড়ি নেয় না, আমাদের কৃষি পণ্য নেয় না। তারা ব্যবহারিকভাবে কিছুই নেয় না।’ 

গত সপ্তাহে ট্রাম্প তার সর্বাত্মক সুরক্ষাবাদী আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে ইউরোপীয় পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।

সোমবার ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লেইনের গাড়ি এবং অন্যান্য শিল্প পণ্যের ওপর দ্বিপাক্ষিক শুল্ক ছাড়ের প্রস্তাবের প্রতিক্রিয়ায় ট্রাম্পের এই মন্তব্য এসেছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ভন ডার লেইন সতর্ক করে বলেছেন, ‘আমরা শিল্প পণ্যের ওপর শূন্য শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছি। ইউরোপ সব সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভালো চুক্তি করতে প্রস্তুত। তবে ট্রাম্পের বাণিজ্য আক্রমণাত্মক আচরণের বিরুদ্ধে ‘আমরা পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং আমাদের স্বার্থ রক্ষা করতেও প্রস্তুত।’ 

সোমবারের মন্তব্যে ট্রাম্প আরো বলেছেন, ইউরোপীয় দেশগুলো যদি আমেরিকান জ্বালানি কিনতে শুরু করে তবে ইইউ’র বাণিজ্য ঘাটতি ‘দ্রুত অদৃশ্য হয়ে যাবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবেনা : নাহিদ
ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপি’র সংস্কার কমিশন কমিটির বৈঠক বৃহস্পতিবার
অভিবাসী প্রত্যাবাসনে বাংলাদেশসহ ৭ দেশকে ‘নিরাপদ’ হিসেবে তালিকাভুক্ত ইইউ’র
মগবাজার ফ্লাইওভারে ল্যাম্পপোস্টের তার চুরির ঘটনায় একজন গ্রেফতার
ডিএনসিসির কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা কমিটি
ঋণখেলাপিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মালয়েশিয়ায় কূটনৈতিক সফরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
দুষ্কৃতকারীরা মানিকগঞ্জে মানবেন্দ্র ঘোষের বসতবাড়িতে আগুন দিয়েছে
সাতক্ষীরায় বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ
শান্তি, সহিষ্ণুতা ও ন্যায়ভিত্তিক পৃথিবী গড়তে তরুণদের প্রতি শিক্ষা উপদেষ্টার আহ্বান 
১০