বিচারকদের নিষেধাজ্ঞার ক্ষমতা সীমিত করার পক্ষে মার্কিন প্রতিনিধি পরিষদে ভোট

বাসস
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৪৭

ঢাকা, ১০ এপ্রিল, ২০২৫ (বাসস) : মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার নীতির বিরোধিতা করায় ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার জন্য একটি খসড়া বিল পাস করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এখবর জানায়। 

রিপাবলিকানদের সমর্থিত, পক্ষে ২১৯ ভোট এবং বিপক্ষে ২১৩ ভোটের খসড়া আইনটি সিনেটে পাস হওয়ার প্রায় কোনও সম্ভাবনা নেই, সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ৫৩ সদস্যের, তবে সম্ভাব্য ফিলিবাস্টার কাটিয়ে ওঠার জন্য প্রয়োজনীয় ৬০ সংখ্যক ভোট নেই।

বুধবারের বিলটি জেলা আদালতের বিচারকদের জাতীয় প্রভাবসহ রায় প্রদান থেকে বিরত রাখবে, পরিবর্তে তাদের আদেশ কেবলমাত্র মামলার পক্ষগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবে।

বিলটি উত্থাপনকারী রিপাবলিকান কংগ্রেসম্যান ড্যারেল ইসা বলেছেন "আমরা কর্মীদের রায় গ্রহণ করছি এবং ক্ষমতার ভারসাম্য পুনরুদ্ধার করছি।’

মঙ্গলবার হোয়াইট হাউস এই খসড়া বিলটিকে সমর্থন করে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের বৈধ ক্ষমতা ক্ষুণ্ন করার জন্য এক্টিভিস্ট ফেডারেল আদালতগুলো "আদেশ" কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে।"

দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকে ট্রাম্পের অনেক নির্বাহী আদেশ আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে, ফেডারেল বিচারকগণ প্রায়শই সেগুলো স্থগিত করে এই বিশ্বাসে যে প্রেসিডেন্ট তার সীমা লঙ্ঘন করেছেন। 

বুধবার, টেক্সাস এবং নিউইয়র্কের ফেডারেল বিচারকরা ১৮ শতকের যুদ্ধকালীন আইনের অধীনে বিদেশীদের বহিষ্কার সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছেন।

ট্রাম্প প্রশাসন ১৭৯৮ সালের এলিয়েন শত্রু আইন ব্যবহার করে ভেনেজুয়েলার একটি গ্যাংয়ের কথিত সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই বহিষ্কার করেছে।

রায়ের প্রতিক্রিয়ায়, হোয়াইট হাউস বিচার বিভাগের উপর আক্রমণ তীব্র করেছে।

ট্রাম্প নিজেই মার্চ মাসে একজন ফেডারেল বিচারকের অভিশংসনের আহ্বান জানিয়েছেন, যিনি নির্বাসন অভিযান বন্ধের নির্দেশ দিয়েছিলেন-সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের কাছ তিনি থেকে বিরল তিরস্কার পেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হবিগঞ্জে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৩
সেপ্টেম্বরে যুক্তরাজ্যে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
চুয়াডাঙ্গার নয় মাইল বাজারে বাসের ধাক্কায় পাখি ভ্যানের চালকসহ  ২ জন নিহত
চাকা পাল্টাতে গিয়ে ট্রাক উল্টে হেল্পার নিহত, চালক হাসপাতালে
হাইতির ১০ লাখ শিশু ‘মারাত্মক’ খাদ্য সংকটের মুখোমুখি : জাতিসংঘ
গাজায় ইসরাইলি হামলায় ১০ জন নিহত
শহীদ তাহির ছিলেন অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার এক কণ্ঠস্বর
একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা শহীদ মুজাহিদের মা-বাবা
২ কার্গো এলএনজি, ৩ কোটি ৩০ লাখ লিটার ভোজ্যতেল, ৫০ হাজার টন চাল কিনবে সরকার
নেপাল সফরে পাঁচ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জিততে চায় বাংলাদেশ নারী দল
১০