ঢাকা, ২১ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইসরাইল সরকার ২৭ জন ফরাসি বামপন্থী আইনপ্রণেতা এবং স্থানীয় কর্মকর্তাদের ভিসা বাতিল করেছে। রোববার ইসরাইল এবং ফিলিস্তিনি অঞ্চল সফর শুরু করার দুই দিন আগে প্রতিনিধি দলের ভিসা বাতিল করেছে বলে জানায় ওই দলটি।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ক্ষমতাসীন লেবার পার্টির দুই ব্রিটিশ সংসদ সদস্যকে ইসরাইলে প্রবেশে বাধা দেওয়ার মাত্র কয়েকদিন পরেই এই পদক্ষেপ নেওয়া হল।
ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর বক্তব্যের পর সৃষ্ঠ কূটনৈতিক উত্তেজনার মধ্যে এটি ঘটেছে।
ইসরাইল-হামাস যুদ্ধের মধ্যে গাজার পরিস্থিতি নিয়ে ম্যাখোঁ নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন।
ইসরাইলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২৭ জনের ভিসা বাতিল করা হয়েছে এমন একটি আইনের অধীনে যা কর্তৃপক্ষকে ইসরাইল রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করতে পারে এমন ব্যক্তিদের নিষিদ্ধ করার অনুমতি দেয়।
ফ্রান্সের ইকোলজিস্ট এবং কমিউনিস্ট পার্টির সতেরো জন সদস্য এক বিবৃতিতে বলেছেন, তারা ইসরাইলের ‘সম্মিলিত শাস্তির’ শিকার হয়েছেন এবং ম্যাখোঁকে এ বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা জানায়, জেরুজালেমে ফরাসি কনস্যুলেট তাদের পাঁচ দিনের সফরের আমন্ত্রণ জানিয়েছে।
তারা আরো বলেন, ‘আন্তর্জাতিক সহযোগিতা এবং শান্তির সংস্কৃতি জোরদার করার’ লক্ষ্যে তাদের মিশনের অংশ হিসেবে ইসরাইল এবং ফিলিস্তিনি অঞ্চল সফরের ইচ্ছা পোষণ করেছিলেন তারা।
‘প্রথমবারের মতো, আমাদের যাত্রার দুই দিন আগে, ইসরাইল সরকার আমাদের এক মাস আগে অনুমোদিত ভিসা বাতিল করে’ তারা বলেন।
দলের সদস্যরা বলেন, ‘আমরা বুঝতে চাই কেন এই আকস্মিক সিদ্ধান্ত, যা সম্মিলিত শাস্তির মতো’।
প্রতিনিধি দলে ছিলেন ইকোলজিস্ট পার্টির জাতীয় পরিষদের ডেপুটি ফ্রাঁসোয়া রাফিন, অ্যালেক্সিস করবিয়ার এবং জুলি ওজেন, কমিউনিস্ট ডেপুটি সৌম্য বোরৌহা এবং কমিউনিস্ট সিনেটর মারিয়ানা মার্গেট।
অন্য সদস্যরা হলেন শহরের বামপন্থী মেয়র এবং স্থানীয় আইন প্রণেতারা।
বিবৃতিতে এই ভিসা বাতিলকে ‘কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় ফাটল’ বলে নিন্দা করা হয়েছে।