ইথিওপিয়ার সাড়ে ৬ লাখ নারী ও শিশুর খাদ্য সহায়তা বন্ধ ডব্লিউএফপি’র

বাসস
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১৮:১৪ আপডেট: : ২২ এপ্রিল ২০২৫, ১৮:৪০

ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫ (বাসস) : বিশ্ব খাদ্য কর্মসূচি মঙ্গলবার জানিয়েছে, তহবিলের সংকটের কারণে ইথিওপিয়ার সাড়ে ৬ লাখ অপুষ্টিতে ভোগা নারী ও শিশুর জন্য সহায়তা স্থগিত করতে বাধ্য হচ্ছে।

জাতিসংঘের সংস্থাটি সতর্ক করে দিয়েছে, তারা ইথিওপিয়ার ৩ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে সাড়ে ৬ লাখ নারী ও শিশু নতুন তহবিল অনুমোদন না হওয়া পর্যন্ত আগামী সপ্তাহগুলোতে আর খাদ্য সহায়তা পাবেন না।

আদ্দিস আবাবা থেকে এএফপি এই খবর জানায়।

ডব্লিউএফপি’র এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অপর্যাপ্ত তহবিলের কারণে মে মাসে ৬ লাখ ৫০ হাজার অপুষ্টিতে ভোগা নারী ও শিশুর চিকিৎসা বন্ধ করতে বাধ্য হচ্ছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ডব্লিউএফপি ২০২৫ সালে ২০ লাখ মা ও শিশুর জীবন রক্ষাকারী পুষ্টি সহায়তা পৌঁছানোর পরিকল্পনা করেছিল।’ 

অন্যান্য সাহায্য সংস্থাগুলোর মতো, ডব্লিউএফপিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তহবিল হ্রাসের কারণে বিপাকে পড়েছে। ট্রাম্প জানুয়ারিতে তার শপথ গ্রহণের পরপরই তিন মাসের জন্য সমস্ত বিদেশি সাহায্য স্থগিত করার নির্বাহী আদেশে সই করেছিলেন।

এটি এমন এক সময়ে এসেছে যখন বেশ কিছু পশ্চিমা দেশও সাহায্য কমিয়েছে।

জাতিসংঘের সংস্থাটি জানিয়েছে, প্রায় ১৩ কোটি জনসংখ্যার পূর্ব আফ্রিকার এই দেশটিতে ১ কোটিরও বেশি মানুষ ক্ষুধার মুখোমুখি।

২০২০ সালের নভেম্বর থেকে ২০২২ সালের নভেম্বরের মধ্যে উত্তরাঞ্চলীয় টাইগ্রে অঞ্চলে ফেডারেল বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে সংঘটিত এক নৃশংস গৃহযুদ্ধ থেকে ইথিওপিয়া এখনো সেরে উঠতে পারেনি। যুদ্ধে কমপক্ষে ৬ লক্ষ মানুষ নিহত হয়েছে।

ইথিওপিয়ার দুটি সর্বাধিক জনবহুল অঞ্চল, আমহারা এবং ওরোমিয়াতেও চলমান সশস্ত্র সংঘাত চলছে। যার ফলে লক্ষ লক্ষ লোক বাস্তুচ্যুত হয়েছে।

ডব্লিউএফপি সতর্ক করে বলেছে, সহিংসতার কারণে মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এছাড়া ‘এই অঞ্চলের ৫ লাখেরও বেশি দুর্বল মানুষের কাছে পৌঁছানোর’ ক্ষমতা সীমিত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলে ফাইনাল অনুষ্ঠিত
এক ম্যাচে ১৭ লাল কার্ড
সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বাউল শিল্পী-সমর্থকদের 
আগামী নির্বাচনকে সম্পূর্ণ কলঙ্কমুক্ত করতে হবে : উপদেষ্টা ফাওজুল কবির   
১ উইকেট দূরে নাসুম
চট্টগ্রামে অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট, জাল ও সামুদ্রিক মাছসহ ১ জন আটক
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় একব্যক্তি নিহত
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় টাঙ্গাইলে দোয়া মাহফিল
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
১০