দুর্নীতির মামলায় দণ্ডিত সাবেক প্রেসিডেন্ট কলরকে কারাবন্দি করার নির্দেশ ব্রাজিলের সুপ্রিম কোর্টের

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১০:২১

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঐতিহাসিক ‘অপারেশন কার ওয়াশ’ দুর্নীতিবিরোধী তদন্তে সাজাপ্রাপ্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট ফের্নান্দো কলর দ্য মেলোকে কারাবন্দি করার নির্দেশ দিয়েছেন দেশটির একজন সুপ্রিম কোর্ট বিচারক। ২০২৩ সালে এই মামলায় তাকে আট বছর ১০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ব্রাসিলিয়া থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে আদালত জানিয়েছে, 'ফেডারেল সুপ্রিম কোর্ট (এসটিএফ)-এর বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস সাবেক প্রেসিডেন্ট ও সাবেক সিনেটর ফের্নান্দো কলর দ্য মেলোর দ্বিতীয় আপিল প্রত্যাখ্যান করে তার তাৎক্ষণিক গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।'

এই আদেশ তাৎক্ষণিক কার্যকরযোগ্য এবং শুক্রবার সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চে এটি ভোটে তোলা হবে।

৭৫ বছর বয়সী এই সাবেক প্রেসিডেন্ট ১৯৯০ থেকে ১৯৯২ সাল পর্যন্ত ব্রাজিল শাসন করেন। পরে সিনেটর থাকার সময়, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে, তিনি প্রায় দুই কোটি রিয়াল (বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রায় ৩৫ লাখ মার্কিন ডলার) ঘুষ গ্রহণের অভিযোগে দোষী সাব্যস্ত হন।

এই অর্থ তিনি নিয়েছিলেন একটি নির্মাণ সংস্থা ও ব্রাজিলের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোব্রাসের একটি সাবেক সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি ‘অবৈধভাবে সহজতর’ করতে।

এক বিবৃতিতে কলরের আইনজীবী দল জানিয়েছে, তারা এই আদেশে ‘অবাক ও উদ্বিগ্ন’ হয়েছেন। তবে তারা যোগ করেছেন, কলর ‘আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করবেন’।

আদালতের একটি সূত্র পরে জানায়, 'রাতে কাউকে আটক করা যাবে না, তবে সকালে তিনি আত্মসমর্পণ করতে পারবেন।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০