যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে: দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংক প্রধান

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ১৫:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শুল্ক নীতিকে কেন্দ্র করে শুরু হওয়া চলমান বাণিজ্য আলোচনা বৈশ্বিক আর্থিক বাজারে দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন জি২০-র বর্তমান সভাপতি দেশ দক্ষিণ আফ্রিকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, জি২০-র উদ্যোগে ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকান রিজার্ভ ব্যাংকের গভর্নর লেসেতজা ক্যানিয়াগো বলেন, 'প্রতিটি দেশ দ্বিপক্ষীয়ভাবে আলোচনা চালালে এই প্রক্রিয়া দীর্ঘ সময় নিতে পারে।'

তিনি আরও বলেন, এর অর্থ হচ্ছে, বৈশ্বিক আর্থিক বাজারে যে অনিশ্চয়তা চলছে তা দীর্ঘ সময় পর্যন্ত বিরাজ করতে পারে।

২০২৫ সালের নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা জি২০-র সভাপতিত্ব করছে। এ দায়িত্বে দেশটিকে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়নের মতো বৈচিত্র্যময় ও মতানৈক্যে-পূর্ণ সদস্যদের সমন্বয় সাধনের কঠিন কাজ সামলাতে হচ্ছে।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বসন্তকালীন বৈঠকের সময় জি২০-র অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওয়াশিংটনে মিলিত হন। দক্ষিণ আফ্রিকার অর্থমন্ত্রী এনক গডোংগোয়ানা জানান, এই বৈঠকে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও অংশ নিয়েছেন।

তবে ব্যতিক্রমীভাবে, এবারের বৈঠক শেষে জি২০ কোনো যৌথ বিবৃতি বা সভাপতির পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করেনি।

সংবাদ সম্মেলনে ক্যানিয়াগো বলেন, 'আমরা চলমান অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্য পদক্ষেপের ফলে আর্থিক বাজারে যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে তা নিয়ে আলোচনা করেছি।'

তিনি বলেন, ‘এই আলোচনাগুলো এখন দ্বিপাক্ষিকভাবে হচ্ছে। এটি অনেক বেশি শ্রমসাধ্য ও সম্পদনির্ভর।'

তিনি আরও যোগ করেন, 'বাণিজ্য বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থাকে কেন্দ্র করে একটি বহুপক্ষীয় কাঠামো পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির অনুষ্ঠান আগামীকাল
নিউইয়র্কে তথ্য উপদেষ্টার ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশ বিমানবাহিনীর আন্তঃঘাঁটি স্কোয়াশ প্রতিযোগিতা সমাপ্ত
৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে অঞ্চল-১’এ চারজন শীর্ষে
ভূমি দস্যুদের কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় সিআইডির তদন্ত শুরু
সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেওয়ায় তুরস্কের পরিবহন মন্ত্রীকে জরিমানা
রাকসু নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্র আন্দোলনের মনোনয়ন ফরম সংগ্রহ
অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে: ঢাবি উপাচার্য
চন্দনাইশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
১০