ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)’র পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট শুক্রবার জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বিগত ২০২৪ সালে মোট ৪ লাখ ৩৭ হাজার ৯০০ আশ্রয়প্রার্থীর আবেদন অনুমোদন করেছে। এটি আগের বছরের চেয়ে ৭ শতাংশ বেশি।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে ইউরোস্ট্যাটের বরাতে এএফপি জানায়, এদের প্রায় দুই-তৃতীয়াংশ আশ্রয় পেয়েছে জার্মানি, ফ্রান্স ও স্পেন এই তিন দেশে।
গেলো বেশ কয়েক বছরের মতো ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্রে প্রদত্ত সুরক্ষার প্রধান সুবিধাভোগী হলেন সিরিয়া, আফগানিস্তান ও ভেনিজুয়েলার নাগরিকরা।
তবে, ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর থেকে জার্মানিসহ অনেক ইউরোপীয় দেশ সিরিয়ানদের আশ্রয় আবেদন বিবেচনা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
ইইউ অবৈধ অভিবাসনের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য চাপের মধ্যে রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্রাসেলস অবৈধ অভিবাসীদের বহিষ্কার দ্রুততর করার এবং নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের জন্য আশ্রয়ের বিকল্পগুলো সীমিত করার প্রস্তাব প্রকাশ করেছে।