ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২৩:২২

ঢাকা, ২৫ এপ্রিল ২০২৫ (বাসস) : কাশ্মীরে হামলার পর অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতী হারুন ইজহারের সাক্ষাৎ হয়েছে বলে  প্রচারিত  খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।

বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।

রিউমার স্ক্যানারের ফ্যাক্ট চেক অনুসন্ধান টিমের অনুসন্ধানে বেড়িয়ে আসে ছবিটি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ ও পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে প্রচার করেন। একই দাবি ভারতের কতিপয় গণমাধ্যমেও প্রচারিত হয়।

রিউমার স্ক্যানার জানায়, গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে ভয়াবহ সশস্ত্র হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত এবং ২০ জনের বেশি আহত হন। 'এই ঘটনার পর বাংলাদেশের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজতে ইসলামের নেতা মুফতী হারুন ইজহারের মধ্যে একটি বৈঠক হয়েছে' শীর্ষক একটি খবর ছড়িয়ে পড়ে। সেই খবরের সঙ্গে একটি ছবিও প্রচারিত হয়, যেখানে তাদের একসঙ্গে দেখা যায়। খবরটি সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পেজে প্রচার করেন। একই খবর ভারতের কতিপয় গণমাধ্যমেও প্রচারিত হয়।

ফ্যাক্টচেক করে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, 'আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতী হারুন ইজহারের মধ্যে সাক্ষাৎ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সশস্ত্র হামলার পরে নয়, বরং এর আগের দিন, অর্থাৎ গত ২১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মূলত ইসলামপন্থি ও হেফাজত নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে।'

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে হারুন ইজহারের ফেসবুক পেজে গত ২৩ এপ্রিল প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, 'মজলুমদের জন্য আমাদের দীর্ঘ দিনের মানবিক আইনি সহায়তার তাগাদায় রাষ্ট্রের সংশ্লিষ্ট অথরিটির সাথে আমরা সংলাপে বসেছি দফায় দফায়। তারই ধারাবাহিকতায় গত সোমবার আমরা আইন উপদেষ্টা মহোদয়ের সাথে একান্ত বৈঠক করেছি। আইন উপদেষ্টাকে আমরা বিস্তারিত ব্রিফিং করেছি।'

ছবিটি গত সোমবার ২১ এপ্রিল ড. আসিফ নজরুল ও মুফতী হারুন ইজহারের সাক্ষাতের সময় তোলা।

গত ২৩ এপ্রিল আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ফেসবুক পেজে প্রচারিত একটি পোস্টে উল্লেখ করা হয়, ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বিরুদ্ধে বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যে মামলা দেয়া। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেয়া হচ্ছে।
ড. আসিফ নজরুলের সাথে হেফাজত নেতাদের সঙ্গে তার সাক্ষাৎটি ঘটেছে কিছুদিন আগে।

রিউমার স্ক্যানার টিম মুফতী হারুন ইজহারের কাছ থেকে আলোচিত ছবিটিসহ বৈঠকের একাধিক ছবির মূল ফাইল সংগ্রহ করে। ছবিগুলোর মেটাডাটা বিশ্লেষণে দেখা যায়, সেগুলো ২১ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিটে ধারণ করা হয়েছে।

ফ্যাক্ট চেকে প্রমাণিত হয়েছে, 'কাশ্মীরে হামলার পর আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও হেফাজত নেতা মুফতী হারুন ইজহারের সাক্ষাৎ হয়েছে প্রচারিত বিষয়টি বিভ্রান্তিকর।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০