সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী

বাসস
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ২২:৪৯ আপডেট: : ২৬ এপ্রিল ২০২৫, ০০:৫৬

ঢাকা, ২৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সার্বিক বিবেচনায় দেশের ক্রান্তিকাল এখনো শেষ হয়নি।

‘আমরা এক ধরনের স্বস্তির মধ্যে দিনযাপন করছি এ কথা সত্য। কিন্তু বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামে ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে  যে-সব ভিত্তিহীন মামলা দায়ের করা হয়েছিল সে-সকল মামলা থেকে সবাই কিন্তু এখনো অব্যাহতি পাইনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘ইতোমধ্যেই  আমরা আবার ফ্যাসিবাদের কণ্ঠের আওয়াজ শুনতে পাচ্ছি।  এটা অত্যন্ত দুঃখজনকই শুধু নয় বিপদজ্জনকও বটে।’

বিএনপির এই নেতা প্রশ্ন রেখে বলেন, ‘আবার যদি কোনোভাবে ফ্যাসিবাদের আওয়াজ বাংলাদেশের মাটিতে উঠে, তাহলে আমরা শহীদ জাহিদ, আহনাফ, ওসমান গনি ও আবু সাঈদসহ চব্বিশের গণ-আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার কাছে কী জবাব দিব দেব ?

রিজভী আহমেদ আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ‘আমরা বিএনপি পরিবার’র উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ প্রশ্ন উত্থাপন করেন।

এ সময় তিনি জানান, বানোয়াট ও মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী  বেগম খালেদা জিয়াকে যে-সব বিচারপতি  তাদের রায়ে সাজা দিয়েছেন এবং জেলখানায় পাঠিয়েছেন তারা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। এটা সত্যিই দু:খজনক। 

উচ্চ আদালতের তৎকালীন যেসব বিচারপতি তাদের রায়ে বেগম জিয়াকে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছিলেন তাদেরকে অবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষ চায়, ফরমায়েশি রায় প্রদানকারী বিচারকদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।’   

এ সময় রহুল কবির রিজভী  জানতে চান-অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে ধ্বংস করার দায়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিবুল হুদাকে এখনো গ্রেপ্তার হয়নি  কেন ? 

‘আমরা বিএনপি পরিবার’র সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সভাপতিত্বে ও সাংবাদিক জাহিদুল ইসলাম রনি’র পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি,কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল হক মিলন, ‘আমরা বিএনপি পরিবার’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, আবুল কাশেম, আলমগীর কবির ও ‘আমরা বিএনপি পরিবার’র সদস্য নাজমুল হাসান বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামী ৪০ বছরেও আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে পারবে না : ইকবাল হাসান মাহমুদ টুকু
চলতি বছর ডিএনসিসি এলাকায় ৫ লাখ গাছ লাগানো হবে : মোহাম্মদ এজাজ
আইন উপদেষ্টাকে জড়িয়ে নিউজ অ্যারেনা ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন মিথ্যা : আইন মন্ত্রণালয়
প্রতারক চক্র থেকে প্রাথমিক শিক্ষকদের সতর্ক থাকার আহ্বান অধিদপ্তরের
বাগেরহাটে জিয়া অর্ফানেজ ট্রাস্ট 'ধ্বংসের হাত থেকে রক্ষায় মানববন্ধন
গাবতলি টার্মিনালে আন্তঃজেলা বাস প্রবেশে আলাদা রাস্তা নির্মাণ করা হবে : ডিএনসিসি প্রশাসক
ড. আসিফ নজরুল ও হেফাজতের মুফতী হারুন ইজহারকে জড়িয়ে প্রচারিত খবরটি সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর : রিউমার স্ক্যানার
নতুন মেয়াদের প্রথম বিদেশ সফরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যাচ্ছেন ট্রাম্প
সার্বিক বিবেচনায় দেশে ক্রান্তিকাল এখনো শেষ হয়নি : রিজভী
পোপকে শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স বাসিলিকায় প্রধান উপদেষ্টা
১০