ইউএন-এর শীর্ষ আদালত ফিলিস্তিনিদের প্রতি ইসরাইলের মানবিক দায়িত্ব নিয়ে শুনানি শুরু করবে

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২০:৩০

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) - জাতিসংঘের শীর্ষ আদালত সোমবার থেকে ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের মানবিক দায়িত্ব নিয়ে এক সপ্তাহের শুনানি শুরু করবে, গাজার যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে সাহায্য প্রবাহে ইসরায়েলের মোট অবরোধের ৫০ দিনেরও বেশি সময় পর।

দ্য হেগ থেকে এএফপি জানায়, জাতিসংঘের প্রতিনিধিরা দ্য হেগের আন্তর্জাতিক আদালতে স্থানীয় সময় সকাল ১০টায় পাঁচ দিনের শুনানির প্রথম দিন শুরু করবেন, যার পরবর্তী অংশে ফিলিস্তিনি পক্ষ তাদের বক্তব্য তুলে ধরবে।

এরপর ৩৮টি দেশ আদালতের ১৫ বিচারকের প্যানেলে বক্তব্য রাখবে, যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, রাশিয়া ও সৌদি আরব।

আরব রাষ্ট্রগুলোর লীগ, ইসলামিক কোঅপারেশন সংস্থা (ওআইসি) ও আফ্রিকান ইউনিয়নও তাদের বক্তব্য তুলে ধরবে।

জাতিসংঘের সাধারণ পরিষদ ডিসেম্বরে একটি প্রস্তাব পাস করে, যাতে আইসিজিকে এই বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি পরামর্শমূলক মতামত প্রদান করতে বলা হয়।

নরওয়ে নেতৃত্বাধীন এই প্রস্তাবটি বড় একটি সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে গৃহীত হয়।

জাতিসংঘ আইসিজির কাছে ফিলিস্তিনিদের মানবিক সহায়তার জন্য ইসরাইলের আইনি দায়িত্ব স্পষ্ট করতে বলেছে, যাতে ইসরাইল এবং এর সংস্থাগুলোর, আন্তর্জাতিক সংস্থাগুলোর বা তৃতীয় পক্ষের রাষ্ট্রগুলোর কাছে বাধাহীনভাবে ফিলিস্তিনি নাগরিকদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজনীয় সরবরাহ প্রদান নিশ্চিত এবং সহজতর করা হয়।

ইসরাইল গাজায় ২৪ লাখ ফিলিস্তিনির জন্য আন্তর্জাতিক সাহায্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করে।

যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর ইসরাইল ২ মার্চ গাজায় সাহায্য পাঠানো বন্ধ করে দেয়। এ যুদ্ধবিরতি ১৫ মাসের যুদ্ধের পর শত্রুতা উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছিল।

জাতিসংঘ অনুমান করছে যে মার্চের মাঝামাঝি যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ৫ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

১৮ মার্চ থেকে ইসরাইল পুনরায় আকাশ হামলা শুরু করে, তারপর নতুন করে স্থল হামলা চালানো হয়।

জাতিসংঘ এই পরিস্থিতিকে ৭ অক্টোবর ২০২৩ তারিখে হামাসের হামলার পর যুদ্ধ শুরুর পর অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ইতিহাসে ‘সম্ভবত সবচেয়ে খারাপ’ মানবিক সংকট হিসেবে বর্ণনা করেছে। 

‘প্রশস্ত হতাশা’

ইসরাইলের সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে এএফপি’র এক গণনায় বলা হয়েছে, ওই হামলায় ১,২১৮ জন ইসরাইলি নিহত হন, যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, ইসরাইলের পাল্টা সামরিক অভিযানে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ৫২,২৪৩ জন নিহত হয়েছে, তাদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যকে বিশ্বাসযোগ্য মনে করে।

১৮ মার্চ থেকে অন্তত ২,১১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইল সরকার দাবি করেছে যে হামাসকে গ্রেফতারকৃতদের মুক্তি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই হামলা চালানো হয়েছে।

এদিকে, আইসিজির পরামর্শমূলক মতামত আইনিভাবে বাধ্যতামূলক না হলেও আদালত মনে করে যে এটি ‘বেশ আইনি গুরুত্ব এবং নৈতিক কর্তৃত্ব বহন করে।’

জুলাই মাসে আইসিজি একটি পরামর্শমূলক মতামত দিয়েছিল, যেখানে ইসরাইলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অধিকারে থাকা ‘অবৈধ’ এবং এটি যত দ্রুত সম্ভব শেষ করা উচিত বলে উল্লেখ করা হয়েছিল।

তিনি আরও লেখেন, ‘পরামর্শমূলক মতামত চাওয়ার এই অনুরোধ গাজার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় অর্থপূর্ণ সংলাপের অভাবে ব্যাপক হতাশা প্রতিফলিত করছে।’ এই মন্তব্যটি তিনি আন্তর্জাতিক আইন সম্পর্কিত ব্লগ ভোলকাররেচ ব্লগে লিখেছেন।

নরওয়ের উদ্যোগটি ইসরাইলের একটি আইনের ফলে উত্থিত হয়েছিল, যেখানে তারা ফিলিস্তিনি শরণার্থী জন্য জাতিসংঘ সংস্থা (ইউএনআরডব্লিউএ)’কে ইসরাইলের ভূখণ্ডে কাজ করতে নিষিদ্ধ করেছে।

ইসরাইল কিছু ইউএনআরডব্লিউএ কর্মীদের হামাস হামলায় অংশগ্রহণের অভিযোগ করেছে।

স্বতন্ত্র তদন্তে এটি পাওয়া গেছে যে, তাদের মূল অভিযোগের জন্য কোনও প্রমাণ তারা প্রদান করতে সক্ষম হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের গভীর সমুদ্র খনন নির্দেশনা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন : ফ্রান্স
কাশ্মিরে ব্যাপক ধরপাকড়, ভারত-পাকিস্তান সম্পর্কে চরম অবনতি
কানাডায় ভোটগ্রহণ শুরু
মে মাসে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের
জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের প্যাট্রিক শ্রোয়েডারের সৌজন্য সাক্ষাৎ
চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল পুলিশ সপ্তাহ শুরু
দেশের মানুষ প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় : মির্জা ফখরুল 
এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
১০