‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে ঢাকাকে অবহিত করলেন পাকিস্তানের হাইকমিশনার

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ২০:০৯ আপডেট: : ২৮ এপ্রিল ২০২৫, ২১:০৭
বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ আজ পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাত করে তাকে ‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে অবহিত করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় ইঙ্গিত করা হয়েছে।

গতকাল পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

এ বক্তব্যের পরের দিনই পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুসারে, পররাষ্ট্র সচিব এবং হাইকমিশনার আশা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপট তাকে এই সফর স্থগিত করতে বাধ্য করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলা এবং পাকিস্তানের হাইকমিশনার গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’- এফওসি’র ‘গঠনমূলক আলোচনা ও সফল সমাপ্তিতে’ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তারা এই বৈঠকে আলোচিত উভয় পক্ষের সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিষয়গুলোকে অব্যাহত অনুসরণ এবং আরো কাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ঢাকায় আজ বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের চলমান সফরের বিষয়েও অবহিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা
রাজশাহীতে আউশ ধান কাটা মাড়াইয়ে ব্যস্ত কৃষকরা
খাগড়াছড়িতে এগ্রোইকোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ৫ জন আহত
শান্ত অবস্থায় ফিরছে নেপাল
জাতিসংঘের সাধারণ পরিষদে হামাস-মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে ভোট
পাকিস্তানে তালেবানের হামলায় ১২ সেনা নিহত
নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের
সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে নিহত ১
গাইবান্ধার সাঘাটায় ভাঙন কবলিত ৩৩৪ পরিবারে চাল বিতরণ
১০