ইউরোপীয় সমালোচনা উপেক্ষা করে রাশিয়া সফরে ফিকো

বাসস
প্রকাশ: ১০ মে ২০২৫, ১৬:১০

ঢাকা, ১০ মে, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নের কড়া সমালোচনা সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্লোভাক প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। শুক্রবার ক্রেমলিনে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়।

মস্কো থেকে এএফপি জানায়, রাশিয়া-পন্থী অবস্থানের জন্য পরিচিত ফিকোই ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়া একমাত্র ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নেতা।

রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাতে ফিকো বলেন, ‘বরং আমি আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করেছি এবং আনন্দের সঙ্গে তা গ্রহণ করেছি।’

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া ক্যালাস ফিকোকে এই সফর থেকে বিরত থাকতে বলেছিলেন। তবে বাল্টিক দেশগুলো তার বিমানকে তাদের আকাশসীমা অতিক্রমে নিষেধাজ্ঞা দিলে ফিকোকে সফরের পথ পরিবর্তন করতে হয়। বিষয়টিকে তিনি ‘একটি হাস্যকর শিশুসুলভ খেলা’ আখ্যা দেন হিসেবে।

ফিকো আরও জানান, রাশিয়া থেকে ইউরোপে জ্বালানি আমদানি বন্ধের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের যে প্রস্তাব রয়েছে, সেটি যদি সর্বসম্মত অনুমোদনের প্রয়োজন হয়, তাহলে স্লোভাকিয়া তাতে ভেটো দেবে।

পুতিন বৈঠকে বলেন, পশ্চিমা দেশগুলোর সম্মিলিত চাপের কারণে স্লোভাকিয়ার সঙ্গে সম্পর্ক ‘হিমায়িত’ হয়ে পড়েছিল, তবে তিনি তা পুনরুদ্ধারে ‘সবকিছু করবেন’।

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় স্লোভাকিয়াকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করেছি।’

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানকে অনুসরণ করে ফিকোও ইউরোপীয় ইউনিয়নের ইউক্রেন-সমর্থন এবং রাশিয়াকে একঘরে করার নীতির তীব্র সমালোচক হিসেবে পরিচিত।

ফিকো এর আগেও ২০২৪ সালের ডিসেম্বর মাসে গ্যাস সরবরাহ বিষয়ক আলোচনা করতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০