দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কিম মুন-সুকে চূড়ান্ত করলো পিপিপি

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৩:৩৮

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : শেষ মুহূর্তের নাটকীয়তা শেষে দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি (পিপিপি) রোববার কিম মুন-সুকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে চুড়ান্ত করেছে। সিউল থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

ডিসেম্বরে সামরিক আইন জারির পর সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ক্ষমতাচ্যুত করার পর থেকে পিপিপি অস্থিরতার মধ্যে পড়ে। 

৩ জুনের প্রেসিডেন্ট নির্বাচনে পিপিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য গত সপ্তাহে কিম প্রথমিকভাবে দলের মনোনয়ন পান। 

কিন্তু শনিবার ভোর হওয়ার আগেই কিমের মনোনয়ন বাতিল করে দলটি সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সুকে তার স্থলাভিষিক্ত করেন। যদিও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন।

দলের সদস্যরা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কিমের পরিবর্তে হানকে করার প্রস্তাব প্রত্যাখ্যান করলে এই প্রচেষ্টা ব্যর্থ হয়। ফলে স্বয়ংক্রিয়ভাবে কিমকে মনোনীত প্রার্থী হিসেবে পুনর্বহাল করে পিপিপি।

জাতীয় নির্বাচন কমিশনে তার প্রার্থীতা নিবন্ধনের পর কিম সাংবাদিকদের বলেন, ‘আজ আমি  প্রেসিডেন্ট প্রার্থীতার জন্য নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছি। আমি উদ্বেগ প্রকাশকারী সকল নাগরিক এবং আমার সহকর্মী দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই।’ 

৭৩ বছর বয়সী কিম আরও বলেন, ‘এই প্রেসিডেন্ট নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি নির্ধারণ করবে কে আমাদের জাতির মুখোমুখি বর্তমান সংকট কাটিয়ে উঠতে পারে এবং আমাদের জনগণের সুখের জন্য কাজ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমি জয় নিশ্চিত করতে এবং দক্ষিণ কোরিয়াকে আরও বৃহত্তর জাতিতে পরিণত করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করার প্রতিশ্রুতি দিচ্ছি।’

কিম বলেন, শীঘ্রই তিনি পার্টির সদর দপ্তরে হ্যানের সাথে দেখা করে তার ‘অসাধারণ ক্ষমতা’ কাজে লাগানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবেন।

ইতোমধ্যে পৃথক একটি সংবাদ সম্মেলন করে হান ঘোষণা করেন যে তিনি পদত্যাগ করবেন।

সংবাদ সম্মেলনে হান বলেছেন, ‘আমি বিনয়ের সাথে সবকিছু মেনে নিচ্ছি এবং ফলাফলকে সম্মান করছি। আমি আন্তরিকভাবে পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু এবং তার সমর্থকদের এই নির্বাচনে সাফল্য কামনা করছি।’

তিনি আরও বলেছেন ‘এখন, আমি সবকিছু ছেড়ে একজন সাধারণ নাগরিকের জীবনে ফিরে আসছি।’

জাতীয় নির্বাচন কমিশনে প্রার্থী নিবন্ধনের সময়সীমা রোববারের পরে শেষ হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন যে, নির্বাচনে বিরোধীদের ভূমিধস এড়াতে দেশের ডানপন্থীদের একক প্রার্থীর চারপাশে সমাবেশ করা দরকার, যেখানে ডেমোক্র্যাটিক পার্টির লি জে-মিয়ং জরিপে এগিয়ে আছেন।

এই সপ্তাহে প্রকাশিত একটি ন্যাশনাল ব্যারোমিটার জরিপে দেখা গেছে যে, বর্তমানে একাধিক ফৌজদারি বিচারের মুখোমুখি লি জে মিয়ং কিমের চেয়ে ৪৩ শতাংশ থেকে ২৯ শতাংশ এগিয়ে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মার্কিন ওষুধের দাম কমানোর লক্ষ্যে আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প
জিম্মি মুক্তির ঘোষণা হামাসের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অগ্রগতি
নারীকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ে করার খবরটি ভুয়া : বাংলাফ্যাক্ট
জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা পূরণই এ সরকারের অন্যতম লক্ষ্য : উপদেষ্টা আসিফ মাহমুদ
দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, জরুরি নির্দেশনা জারি স্বাস্থ্য অধিদপ্তরের
মার্কিন-ইসরাইলি জিম্মি মুক্তি 'উৎসাহজনক পদক্ষেপ': মিশর ও কাতার
বিশেষ অভিযানে সারা দেশে গ্রেফতার ১৮২১
নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৩
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্তরা ভুয়া খবর বিশ্বাস করে বেশি
বিপজ্জনক গোয়েন্দা তথ্যেই ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি
১০