সৌদি আরামকোর প্রথম প্রান্তিকে নিট মুনাফা ৪.৬ শতাংশ কমেছে

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ১৬:২৪

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) : তেল জায়ান্ট সৌদি আরামকো রোববার জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা ৪.৬ শতাংশ কমেছে। বিক্রি কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি। রিয়াদ, সৌদি আরব থেকে এএফপি এ সংবাদ জানিয়েছে।

সৌদি স্টক এক্সচেঞ্জে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিক্রয় সংক্রান্ত রাজস্ব ও অন্যান্য আয়ের হ্রাস এবং পরিচালন ব্যয়ের বৃদ্ধি আরামকোর মুনাফা হ্রাসের কারণ।’

একটি পৃথক বিবৃতিতে আরামকোর প্রেসিডেন্ট আমিন এইচ. নাসের বলেন, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতিতে অর্থনৈতিক অনিশ্চয়তায় তেলের দামে প্রভাব পড়ায় ২০২৫ সালের প্রথম প্রান্তিকে তাদের জ্বালানি বাজারের উপর প্রভাব পড়েছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে নিট আয় হয়েছে ৯৭.৫৪ বিলিয়ন রিয়াল (২৬.০১ বিলিয়ন মার্কিন ডলার), যেখানে ২০২৪ সালের একই প্রান্তিকে ছিল ১০২.২৭ বিলিয়ন রিয়াল (২৭.২৭ বিলিয়ন মার্কিন ডলার)।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি আন্তর্জাতিক বাণিজ্য ও চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলবে এমন আশঙ্কায় তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

সৌদি সরকার বর্তমানে আরামকোর ৮১.৫ শতাংশ শেয়ারের মালিক। বর্তমানে আরামকোর রাজস্ব আয়ের বড় একটি অংশ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন ‘ভিশন ২০৩০’ প্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হচ্ছে। যেখানে পর্যটন ও বিনিয়োগ আকর্ষণ করতে ব্যয়বহুল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তেল নির্ভরতা কাটিয়ে একটি নতুন অর্থনৈতিক কাঠামোর দিকে অগ্রসর হওয়ার জন্য এই প্রকল্প হাতে নেই সৌদি আরব।

এই পরিকল্পনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, মরুভূমিতে ৫০০ বিলিয়ন ডলারের ভবিষ্যৎ নগরী নিওম গড়ে তোলা, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন এবং রিয়াদের জন্য একটি নতুন প্রধান বিমানবন্দর নির্মাণ।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তেলের দাম বৃদ্ধি পাওয়ায় আরামকো রেকর্ড মুনাফা করে। এতে সৌদি আরবকে প্রায় এক দশকের মধ্যে প্রথম বাজেট উদ্বৃত্ত অর্জনে সহায়তা করে। তবে সাম্প্রতিক বছরগুলোতে তেলের দামের পতনের ফলে আরামকোর মুনাফা কমে গেছে।

সৌদি আরবের অর্থ মন্ত্রণালয় ২০২৫ সালে জিডিপির ২.৩ শতাংশ বাজেট ঘাটতির পূর্বাভাস দিয়েছে। যা ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০