যুদ্ধবিরতিতে সম্মত হলেই রাশিয়ার সঙ্গে আলোচনায় বসবে ইউক্রেন : জেলেনস্কি

বাসস
প্রকাশ: ১১ মে ২০২৫, ২০:১৮

ঢাকা, ১১ মে, ২০২৫ (বাসস) :  ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন, কিয়েভ ১৫ মে ইস্তানবুলে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। তবে প্রথমে রাশিয়াকে সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হতে হবে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, একদিনের জন্য হলেও হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার কোনও যুক্তি নেই। আমরা আশা করি, আগামীকাল থেকে রাশিয়া সর্বত্র স্থায়ী ও নির্ভরযোগ্য যুদ্ধবিরতি নিশ্চিত করবে। তাহলে ইউক্রেন ১৫ মে ইস্তানবুলে মস্কোর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

তিনি বলেন, এটি একটি ইতিবাচক লক্ষণ যে, রাশিয়ানরা অবশেষে যুদ্ধ বন্ধ  করার কথা বিবেচনা করতে শুরু করেছে। পুরো বিশ্ব অনেক দিন ধরে এর জন্য অপেক্ষা করছে। যেকোনো যুদ্ধের সত্যিকার অবসানের প্রথম পদক্ষেপ হলো যুদ্ধবিরতি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে  ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুই পক্ষ সরাসরি আলোচনায় বসেনি।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে গিয়ে বেঠক করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস, পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার।

বৈঠকের পর ইউরোপীয় এ নেতারা রাশিয়াকে সোমবার থেকে ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি মেনে নেওয়ার আহ্বান জানান। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এ আহ্বানে সাড়া না দিয়ে ইউক্রেনকে আগামী ১৫ মে তুরস্কের ইস্তানবুলে তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুবিতে শহীদ মীর মুগ্ধ আন্ত:ডিসিপ্লিন ফুটবলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলা
হোপ নেটওয়ার্কে যুক্ত হচ্ছে বাংলাদেশ
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধম পালন করছে : ধর্ম উপদেষ্টা
সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে যে যার ধর্ম পালন করছে : ধর্ম উপদেষ্টা
জীবাশ্ম জ্বালানি পৃথিবীতে গ্রীনহাউস গ্যাস ছড়াচ্ছে : আলোচনায় বিশেষজ্ঞ মতামত 
এনসিপিসহ ২২ দলের মাঠপর্যায়ের তদন্ত প্রতিবেদন ৩১ আগস্টের মধ্যে চায় ইসি
মাতৃদুগ্ধ শিশুদের আদর্শ পুষ্টি সরবরাহ করে: বিশেষজ্ঞ অভিমত
আগামীকাল অনুশীলন ম্যাচে মুখোমুখি হবে জাতীয় দলের ক্রিকেটরারা
এসএ গেমসে নারী হ্যান্ডবলে স্বর্ণ জিততে চান রুবিনা
প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি সচিব
১০