দক্ষিণ কোরিয়ায় কমানো হলো প্রবৃদ্ধির পূর্বাভাস ও সুদের হার 

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৪:১৪
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের প্রভাব থেকে রপ্তানিনির্ভর অর্থনীতিকে রক্ষা করতে দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার সুদের হার কমিয়েছে। একইসঙ্গে, ২০২৫ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও প্রায় অর্ধেকে নামিয়ে এনেছে ব্যাংকটি।

সিউল থেকে এএফপি জানিয়েছে, ব্যাংক অব কোরিয়া তাদের বেঞ্চমার্ক সুদের হার ২.৭৫ শতাংশ থেকে কমিয়ে ২.৫ শতাংশ করেছে। একইসঙ্গে তারা পূর্বাভাস দিয়েছে যে দেশটির অর্থনীতি এ বছর মাত্র ০.৮ শতাংশ হারে বাড়বে। যা ফেব্রুয়ারিতে পূর্বাভাসকৃত ১.৫ শতাংশ থেকে অনেক কম।

রাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক বাণিজ্য উত্তেজনার কারণে দেশটির রপ্তানি ও সেমিকন্ডাক্টর খাত ক্ষতিগ্রস্ত হওয়ায় এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতি বছরের প্রথম তিন মাসে প্রত্যাশার চেয়ে কম প্রবৃদ্ধি অর্জন করেছে। 

এই হার কমানোর ফলে ঋণগ্রহণের খরচ নেমে এসেছে ২০২২ সালের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে। ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ং আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে শিগগিরই হার কমানো হতে পারে।

সুদের হার কমানোর সিদ্ধান্তটি ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ং এপ্রিলেই ইঙ্গিত দিয়েছিলেন। সেসময় তিনি বলেছিলেন যে, সুদের হার আরও কমানোর দরজা আগামী তিন মাসের জন্য খোলা রাখা উচিত বলে পরিচালনা পর্ষদের সব সদস্য মত দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘ট্রাম্প প্রশাসনের নানা ধরনের শুল্ক, যেমন পারস্পরিক শুল্ক, চীন-কেন্দ্রিক শুল্ক, পণ্যভিত্তিক শুল্ক ও ভিত্তিগত ১০ শতাংশ কর বিবেচনায় আগের প্রবৃদ্ধির পূর্বাভাস এখন অনেক বেশি আশাবাদী (বাস্তব সম্মত নয়) মনে হচ্ছে।

এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে দক্ষিণ কোরিয়ার ওপর বড় ধরনের প্রভাব ফেলেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
১০