দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বৃহস্পতিবার একথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিমানটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল বিমানটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘নৌবাহিনী সামুদ্রিক টহল বিমানের ক্রুদের চারটি মৃতদেহই খুঁজে পেয়েছে এবং সেগুলো উদ্ধার করছে।’

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।

কোনো বেসামরিক লোকের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ইয়োনহাপ জানিয়েছে, দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য চালাতে প্রায় ৪০ জন কর্মী পাঠিয়েছে।

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া তাদের মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয় যখন একটি জেজু এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণকালে একটি কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে আগুনের গোলায় বিস্ফোরিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
১০