দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর টহল বিমান বিধ্বস্ত, চারজন নিহত

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ১৭:৩৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনীর একটি সামুদ্রিক টহল বিমান বিধ্বস্ত হয়ে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। কর্তৃপক্ষ বৃহস্পতিবার একথা জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী জানিয়েছে, বিমানটি উড্ডয়নের প্রায় ছয় মিনিট পর স্থানীয় সময় দুপুর ২টার ঠিক আগে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর পোহাংয়ের কাছে একটি পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়।

নৌবাহিনী জানিয়েছে, সামুদ্রিক টহল বিমানটি যখন উড্ডয়ন এবং অবতরণের প্রশিক্ষণ নিচ্ছিল তখন এটি বিধ্বস্ত হয়।

নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘নৌবাহিনী সামুদ্রিক টহল বিমানের ক্রুদের চারটি মৃতদেহই খুঁজে পেয়েছে এবং সেগুলো উদ্ধার করছে।’

দক্ষিণ কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ নিউজ এজেন্সি জানিয়েছে, নিহত চারজনের মধ্যে দু’জন অফিসার এবং দু’জন নন-কমিশনড অফিসার ছিলেন।

কোনো বেসামরিক লোকের হতাহতের খবর নিশ্চিত করা হয়নি।

নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

ইয়োনহাপ জানিয়েছে, দমকল কর্তৃপক্ষ উদ্ধার কার্য চালাতে প্রায় ৪০ জন কর্মী পাঠিয়েছে।

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়া তাদের মাটিতে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার মুখোমুখি হয় যখন একটি জেজু এয়ার বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি অবতরণকালে একটি কংক্রিটের বাধায় ধাক্কা খেয়ে আগুনের গোলায় বিস্ফোরিত হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০