অভিবাসন আইন কঠোর করছে গ্রিস

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২১:০২

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : সাত বছর থাকার পর অনিয়মিত অভিবাসীদের বসবাসের আবেদন অনুমতি দেওয়ার বিধান বাতিল করে অভিবাসন আইন কঠোর করছে গ্রিস।

বৃহস্পতিবার দেশটির অভিবাসনমন্ত্রী মাকিস ভোরিডিস এ আইনের কথা জানিয়ে বলেন, সাত বছর থাকার পর বসবাসের অনুমতি দেওয়ার নিয়মের অপব্যবহার করা হয়েছে।

এথেন্স থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মাকিস ভোরিডিস বলেছেন, অভিবাসন আইন কঠোর করার মাধ্যমে তিনি বিদ্যমান বিধান বাতিল করবেন। এখন থেকে যারা অবৈধভাবে গ্রিসে থাকবে, তারা কখনো বৈধ হবেন না, কখনো বসবাসের অনুমতি পাবেন না।

তিনি বলেন, প্রতি বছর প্রায় ৫৫-৬৫ হাজার মানুষ অবৈধভাবে গ্রিসে প্রবেশ করে, যাদের অর্ধেক আশ্রয় মঞ্জুর করা হয়েছে।

তিনি সম্প্রচারমাধ্যম স্কাই’কে বলেন, গত বছর পুলিশ ৭৪ হাজার অনিয়মিত অভিবাসীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু মাত্র ২ হাজার ৫শ’ জনকে বহিষ্কার করা হয়।

ভোরিডিস বলেন, আটক ব্যক্তিরা প্রায়শই নির্বাসন এড়াতে তাদের মিথ্যা নাগরিকত্বের তথ্য দেয়, ফলে প্রক্রিয়াটি মাসের পর মাস স্থগিত থাকে।

তিনি বলেন, বুধবার মন্ত্রিসভায় অনুমোদিত নতুন খসড়া আইনে অবৈধ প্রবেশ ও বসবাসে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।  আগামী জুন মাসে পার্লামেন্টে আইনটি পাস হবে, সরকার এতে সংখ্যাগরিষ্ঠতা পাবে।

তিনি বলেন, নির্বাসনের আগে প্রশাসনিক আটক বিদ্যমান সর্বোচ্চ ১৮ মাস থেকে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বাড়ানো হবে।  অনিয়মিত অভিবাসীরা যেকোনো নিষেধাজ্ঞা এড়াতে স্বেচ্ছায় প্রত্যাবাসন বেছে নিতে পারেন।

ভোরিডিস বলেন, জুলাই মাসের মধ্যে বৈধ অভিবাসনকে উৎসাহিত করার জন্য নতুন নিয়মকানুন উপস্থাপন করা হবে।

অপরদিকে ব্যাংক অব গ্রিসের গভর্নর ইয়ানিস স্টৌরনারাসের মতে, দেশে প্রায় দুই লাখ শ্রমিকের অভাব রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০