পশ্চিম তীরে ২২টি বসতি স্থাপনের ঘোষণা ইসরাইলের

বাসস
প্রকাশ: ২৯ মে ২০২৫, ২২:৪৪

ঢাকা, ২৯ মে, ২০২৫ (বাসস) : গাজায় যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মধ্যে ইসরাইল বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ২২টি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে।

ব্রিটেন ও প্রতিবেশী দেশ জর্ডান উভয়ই এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। লন্ডন এটিকে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পথে ‘ইচ্ছাকৃত বাধা’ বলে অভিহিত করেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পশ্চিম তীরে ইসরাইলি বসতি স্থাপনকে জাতিসংঘ নিয়মিতভাবে আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ বলে নিন্দা করেছে। এটি ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রধান বাধা হিসেবে দেখা হয়।

পশ্চিম তীরে ২২টি নতুন বসতি স্থাপনে দেশটির নিরাপত্তা পরিষদ অনুমোদন দিয়েছে। অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যিনি নিজেই একজন বসতি স্থাপনকারী। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজও এ ঘোষণা দিয়েছেন, যিনি বসতি স্থাপনকারী সম্প্রদায়গুলোর দেখভালের দায়িত্বে রয়েছেন।

স্মোট্রিচ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আমরা বসতি স্থাপনের জন্য একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছি। জুডিয়া ও সামেরিয়ায় ২২টি নতুন সম্প্রদায়, সামেরিয়ার উত্তরে নতুন করে বসতি স্থাপন করা হবে এবং ইসরাইল রাষ্ট্রের পূর্ব অক্ষকে শক্তিশালী করা হবে।

তিনি আরও বলেন, ‘পরবর্তী পদক্ষেপ: সার্বভৌমত্ব!’

কাটজ বলেন, এই উদ্যোগ এই অঞ্চলের চেহারা বদলে দেবে এবং আগামী বছরগুলোতে বসতির ভবিষ্যৎ তৈরি করবে।

এক বিবৃতিতে হামাস ইসরাইলের বিরুদ্ধে সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফিলিস্তিনি ভূমিকে ইহুদি করণের অভিযোগ করেছে।

হামাস বলেছে, এটি আন্তর্জাতিক ইচ্ছার স্পষ্ট অমান্য এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের গুরুতর লঙ্ঘন।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেছে, যেখানে ভূখণ্ডজুড়ে ছড়িয়ে থাকা ২২টি স্থান দেখানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০