গাজায় সবচেয়ে বড় বসতি সম্প্রসারণের ঘোষণা ইসরাইলের

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৯:৪৭
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : দখলদার ইসরাইল পশ্চিম তীরে নতুন করে বড় পরিসরে বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে। কয়েক দশকের মধ্যে এটি সবচেয়ে বড় বসতি সম্প্রসারণ বলে সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে। 

লন্ডন থেকে গার্ডিয়ান-এর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।

এএফপি’র প্রতিবেদনে বলা  হয়েছে, ইসরাইলি মন্ত্রীরা জানিয়েছেন, অধিকৃত পশ্চিম তীরে ২২টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দেয়া হয়েছে।

ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরাইল কাৎজ ও অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ জানিয়েছেন, এসব বসতির মধ্যে অনেকগুলো আগে থেকেই সরকারি অনুমোদন ছাড়াই গড়ে উঠেছিল। এখন সেগুলোকে বৈধ ঘোষণা করা হয়েছে এবং ইসরাইলের আইনের আওতায় আনা হচ্ছে।

পশ্চিম তীরে নির্মিত বসতিগুলোর বিষয়টি আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত। তবে ইসরাইল এই দাবিকে প্রত্যাখ্যান করে। ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ইস্যুগুলোর একটি বসতি স্থাপন।

প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেছেন, নতুন বসতি তৈরি করার সিদ্ধান্তের মাধ্যমে তারা ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গঠনের সুযোগ বন্ধ করে দিচ্ছে। কারণ, ফিলিস্তিনি একটি স্বাধীন দেশ গড়ে উঠলে তার কারণে ইসরাইলের নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে।

অপরদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই সিদ্ধান্তকে খুবই উদ্বেগজনক ও বিপজ্জনক হিসেবে দেখছে। তারা মনে করে, এটা দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দেয় এবং শান্তিপূর্ণ সমাধানের পথ আরও দূরে সরিয়ে দেয়।

১৯৬৭ সালের মধ্যপ্রাচ্যের যুদ্ধে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখলের পর থেকে প্রায় ১৬০টি বসতি তৈরি করেছে ইসরাইল। যেখানে প্রায় সাত লাখ ইহুদির বসবাস।

ফিলিস্তিনিরা এই জমিগুলোকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০