মার্কিন নিয়ন্ত্রক বিন্যান্সের বিরুদ্ধে মামলা প্রত্যাহার 

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:৫৭

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বৃহস্পতিবার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্স এবং সংস্থাটির প্রধান শেয়ারহোল্ডার চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে দায়ের করা দেওয়ানি মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংস্থাটি আদালতে দাখিল করা নথিতে বলেছে, ‘নীতিগত কারণে এবং নিজেদের বিবেচনার ভিত্তিতে কমিশন এই মামলা প্রত্যাহার করা যুক্তিযুক্ত বলে মনে করে।’

তবে, এসইসি স্পষ্ট করে উল্লেখ করেছে যে, এই মামলা প্রত্যাহার অন্য কোনো মামলার কার্যক্রমে তাদের অবস্থানকে প্রতিফলিত করে না।

বিনান্স ও চ্যাংপেং ঝাওয়ের বিরুদ্ধে ২০২৩ সালে মামলাটি করা হয়। একাধিক দেশে নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার করে অপরাধী সংগঠনগুলোকে অর্থপাচারের সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বিন্যান্সের বিরুদ্ধে।

২০২৩ সালের শেষ দিকে যুক্তরাষ্ট্রে মানি লন্ডারিং প্রতিরোধ আইন লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত হন কোম্পানিটির সহ-প্রতিষ্ঠাতা এবং সাবেক সিইও চ্যাংপেং ঝাও। এর জন্য ২০২৪ সালে তিনি চার মাসের কারাদণ্ডও ভোগ করেন।

মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে ৪৩০ কোটি ডলারের সমঝোতার চুক্তির আওতায়, বিনান্সের প্রধান নির্বাহী পদ ছাড়েন ঝাও। কিন্তু এখনো কোম্পানিটির সংখ্যাগরিষ্ঠ শেয়ার তারই হাতে।

এর আগে, কয়েনবেস ও ক্রাকেনের মতো বড় ক্রিপ্টো এক্সচেঞ্জের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের করা মামলাগুলোও প্রত্যাহার করেছেন ডোনাল্ড ট্রাম্পের ক্রিপ্টোপন্থী এসইসি চেয়ারম্যান পল অ্যাটকিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০