ইভো মোরালেসের প্রার্থিতা ঘিরে বলিভিয়ায় সংঘর্ষ, গ্রেপ্তার ২০

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১১:১৩
বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস। ফাইল ছবি

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : বলিভিয়ায় সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে বৃহস্পতিবার ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। মোরালেসকে ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধাজ্ঞা দেওয়ার এ সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

লা পাজ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সমর্থকরা এই আদিবাসী নেতাকে আগামী আগস্টের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যদিও আদালতের রায়ে তাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা হয়েছে। অন্যদিকে, গত  ১৯ মে প্রার্থিতা নিবন্ধনের সময়সীমাও শেষ হয়ে যায়। 

এরপরও লা পাজের নির্বাচনী কর্তৃপক্ষকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোরালেস সমর্থকরা।

স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বৃহস্পতিবার বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ও আতশবাজি ছোঁড়ে। জবাবে কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদের প্রতিহত করার চেষ্টা করে পুলিশ। 

পুলিশ প্রধান রজার মন্টানো সাংবাদিকদের জানান,  সংঘর্ষে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার মোরালেস-সমর্থিত দল বলিভিয়ান ন্যাশনাল অ্যাকশন পাটির্র (প্যান-বল) এক প্রতিনিধি সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনালে দলের প্রার্থী তালিকা জমা দিতে গেলে তাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

নির্বাচন কর্মকর্তারা জানান, প্যান-বল নির্ধারিত ডিজিটাল প্ল্যাটফর্মে সময়সীমার মধ্যে মোরালেসের প্রার্থিতা নিবন্ধন করতে ব্যর্থ হয়েছে। যদিও দলটির দাবি, তারা নির্ধারিত সময়ের আগেই ই-মেইলের মাধ্যমে আবেদন পাঠিয়েছিল।

তবে সুপ্রিম ইলেক্টোরাল ট্রাইব্যুনাল জানিয়েছে, ই-মেইলের মাধ্যমে পাঠানো আবেদন যথাযথ নয় বলে গণ্য করা হবে না।

ইভো মোরালেস ল্যাটিন আমেরিকার সবচেয়ে দীর্ঘসময় ক্ষমতায় থাকা নেতাদের একজন। তিনি টানা তিন মেয়াদে বলিভিয়া শাসন করেন। তবে ১৩ বছরের শাসন মেয়াদ আরও বাড়ানোর চেষ্টা চালানোয় ২০১৯ সালে রাজনৈতিক বিতর্ক ও চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন।

পরে ২০২৩ সালে সংবিধানিক আদালত দেশটির সংবিধানে নির্ধারিত দুই মেয়াদের সীমা বহাল রাখায় তার পুনরায় প্রার্থী হওয়ার পথ স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০