ইকুয়েডরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তেল শোধনাগারে জরুরি অবস্থা ঘোষণা

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:১০

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : ইকুয়েডরের প্রধান তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় কার্যক্রম স্থবির হয়ে পড়ায় বৃহস্পতিবার সেখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পেট্রোইকুয়াডর এ তথ্য জানিয়েছে। গত সোমবার শোধনাগারটির একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কুইটো থেকে এএফপি এ খবর জানিয়েছে।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় এসমেরালদাস প্রদেশে, কলম্বিয়া সীমান্তবর্তী বিশাল ওই শোধনাগারে গত সোমবার আগুন লাগে। এতে  প্ল্যান্টের দুটি জ্বালানি তেলের ট্যাঙ্ক এবং একটি বৈদ্যুতিক সাব-স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এই শোধনাগারে দৈনিক ১ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করে পেট্রোল, ডিজেল, জেট ফুয়েল ও গৃহস্থালি গ্যাসে রূপান্তর করা যায়।

প্লান্ট অপারেটর জানিয়েছে, আগুনের ঘটনায় গুরুত্বপূর্ণ ইউনিট, স্টিম এবং বিদ্যুৎ সহায়ক ব্যবস্থাগুলো তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হয়। তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে তিনি জানান। 

আগুন লাগার সময় ট্যাংকে কত পরিমাণ তেল ছিল, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পেট্রোইকুয়াডর। সংস্থাটি শুধু জানিয়েছে, দুটি ট্যাংকের কাছাকাছি আগুনের সূত্রপাত হয়েছিল। প্রতিটি ট্যাংকে ২ হাজার ৫৪৪ ঘনমিটার পর্যন্ত জ্বালানি সংরক্ষণের সক্ষমতা রয়েছে।

ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার এসমেরালদাস শোধনাগারে ‘জরুরি পরিচালন অবস্থা’ ঘোষণা করা হয়েছে। যাতে দ্রুত মেরামতকাজ শেষ করে পুনরায় স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চালু করা সম্ভব হয়। 

পেট্রোইকুয়াডর জানিয়েছে, ৬০ দিনের এই জরুরি পদক্ষেপের আওতায় প্রশাসনিক জটিলতা ছাড়াই প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম পরিচালনা করা হবে। 

দক্ষিণ আমেরিকার অন্যতম শীর্ষ তেল উৎপাদক ইকুয়েডর তার রপ্তানি আয়ের জন্য মূলত তেলের ওপরই নির্ভরশীল। তবে পেট্রোইকুয়াডর এখনো জানায়নি দেশের বিতরণ কেন্দ্রে মজুত জ্বালানি কতদিন টিকবে।

ইকুয়াডরে আরো দুটি শোধনাগার রয়েছে, যেগুলোর পরিশোধন ক্ষমতা যথাক্রমে দৈনিক ৪৫ হাজার ও ২০ হাজার ব্যারেল।

সোমবার এক বিবৃতিতে  কুইটো জানিয়েছে, ‘ অগ্নিকাণ্ডের ঘটনা সত্ত্বেও দেশজুড়ে জ্বালানির সরবরাহ পুরোপুরি নিশ্চিত রয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০