ইসরাইলি হামলায় লেবাননে নিহত ২

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১২:২৬

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইলি বাহিনীর পৃথক দুটি হামলায় বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে দুজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 

বৈরুত থেকে এএফপি এ খবর জানায়।

রাষ্ট্র পরিচালিত লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) জানিয়েছে, দক্ষিণ লেবাননে একাধিক এলাকায় ইসরাইল বিমান হামলা ও গোলাবর্ষণ  করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় নাবাতিয়েহ আল-ফওকার একটি বনাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। অন্যদিকে, সীমান্তবর্তী শহর কফর কিলায় গুলিবিদ্ধ হয়ে মারা যান আরো একজন।

ইসরাইলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, তারা দক্ষিণ লেবাননে এক হিজবুল্লাহ ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালিয়েছে। ইসরাইল অভিযোগ করে বলেছে, ওই ব্যক্তি হিজবুল্লাহর ‘অগ্নি ও প্রতিরক্ষা ব্যবস্থা’ পরিচালনার ব্যবহৃত একটি স্থাপনা পুনরায় সক্রিয় করার চেষ্টা করছিলেন।

পরে সেনাবাহিনী আরো জানায়, তারা লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। কারণ সংগঠনটি সেখানে পুনরায় অস্ত্র স্থাপন করতে চাইছে বলে অভিযোগ তেল আবিবের।

তবে কফর কিলায় গুলিতে নিহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি নেতানিয়াহু সরকার।

লেবাননের বার্তা সংস্থা আরো জানায়, নাবাতিয়েহ আল-ফওকার নিহত ব্যক্তি পৗর কর্মচারী ছিলেন। তিনি স্থানীয়ভাবে কূপ মেরামতের কাজ করছিলেন, তখন তার মোটরসাইকেল লক্ষ্য করে হামলা চালানো হয়।

গত ২০২৩ সালের নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, দক্ষিণ লেবাননে কেবল জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং দেশটির সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। 

তবে ইসরাইল এখনও পাঁচটি এলাকায় নিজেদের উপস্থিতি বজায় রেখেছে, যেগুলোকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করে। 

বৈরুত সরকার ইসরাইলি হামলা বন্ধ ও বাহিনী প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু প্রার্থী তালিকা প্রকাশ: বৈধ প্রার্থী ৪৬২ জন
যৌথ বাহিনী এক সপ্তাহের অভিযানে সারাদেশে আটক ৫৬
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ৬৫ জন গ্রেফতার
চট্টগ্রামে ট্রাকের নিচে চাপা পড়ে বৃদ্ধের মৃত্যু
সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মচারীদের ফ্ল্যাট বরাদ্দ বাতিল: ফাওজুল কবির খান
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা    
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
১০