যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য আলোচনা স্থবির অবস্থায় : মার্কিন অর্থমন্ত্রী

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৪:৫৩
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফাইল ছবি

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বৃহস্পতিবার জানিয়েছেন, চীনের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা কিছুটা ‘স্থবির’ হয়ে পড়েছে। এই অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি আলোচনা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়। 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আলোচনাগুলো কিছুটা স্থবির হয়ে আছে।’ তবে, ‘আমার বিশ্বাস, আমরা আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চীনের সঙ্গে আরো আলোচনা করব। এমনও হতে পারে, এক পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট ও শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হবে।’

চলতি মাসের শুরুতে ৯০ দিনের জন্য একে অপরের ওপর শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ। জেনেভায় উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই অভাবনীয় সমঝোতা আসে, যা দীর্ঘদিনের তীব্র বাণিজ্য বিরোধ প্রশমনের কিছুটা ইঙ্গিত দেয়।

১২ মে চুক্তির আওতায়, ওয়াশিংটন চীনা আমদানির ওপর সাময়িকভাবে শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনতে সম্মত হয়। অন্যদিকে চীনও মার্কিন পণ্যের ওপর থেকে শুল্ক ১২৫ শতাংশ থেকে ১০ শতাংশে কমাতে সম্মত হয়।

বেসেন্ট বলেন, ‘আলোচনার গভীরতা ও জটিলতা বিবেচনায় আমি মনে করি, দুই নেতার সরাসরি হস্তক্ষেপ ছাড়া এটি এগোবে না।’

তিনি আরো বলেন, ‘তাদের (ট্রাম্প ও শি’র) মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি নিশ্চিত, প্রেসিডেন্ট ট্রাম্প যখন তাঁর অবস্থান স্পষ্ট করবেন, তখন চীন আলোচনার টেবিলে ফিরে আসবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
১০