চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অচলাবস্থা : ট্রাম্প-শি ফোনালাপ হতে পারে

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:৩৩

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা বর্তমানে ‘কিছুটা অচল’ অবস্থায় রয়েছে। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি আলোচনায় সম্পৃক্ত হতে পারেন।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমি বলব, আলোচনাগুলো কিছুটা স্থবির হয়ে আছে।’ তবে তিনি আশা প্রকাশ করেন যে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হবে এবং ‘কোনো এক পর্যায়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও পার্টি চেয়ার শি জিনপিংয়ের মধ্যে ফোনালাপ হতে পারে।’

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতি চলতি মাসের শুরুতে জেনেভায় শীর্ষ পর্যায়ের আলোচনার পর এক চমকপ্রদ সমঝোতায় পৌঁছে ৯০ দিনের জন্য একে-অপরের ওপর আরোপিত শুল্ক কার্যত স্থগিত করে।

এই ১২ মে'র সাময়িক চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনে এবং চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে আনার ঘোষণা দেয়।

বেসেন্ট বলেন, ‘আলোচনার গুরুত্ব এবং জটিলতা বিবেচনায় আমি মনে করি, উভয় দেশের শীর্ষ নেতাদের সরাসরি সম্পৃক্ততা প্রয়োজন। তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি আস্থাশীল যে প্রেসিডেন্ট ট্রাম্প তার অবস্থান পরিষ্কার করলেই চীন আলোচনায় বসবে।’

শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে বেসেন্টের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‘শুল্কসংক্রান্ত বিষয়ে চীন বহুবার নিজের অবস্থান বিশদ করেছে।’

তিনি আরও বলেন, 'বিস্তারিত বিষয়ে আমি আপনাদের যথাযথ কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেব।’

চীন বরাবরই ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্কনীতি সমালোচনা করে এসেছে এবং বহুপাক্ষিক বাণিজ্যব্যবস্থার রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরতে চায়, বিশেষ করে এমন সময় যখন যুক্তরাষ্ট্রের এই শুল্কনীতি বৈশ্বিক বাণিজ্যব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
১০