নেতানিয়াহুর ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন' : প্রধানমন্ত্রীর দপ্তর

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:৪১

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই নেতা শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন’।

জেরুজালেম থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ সকালে জেরুজালেমের শা‘আরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন।’

এর আগে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানায়, ইসরাইল হামাসের কাছে পেশ করা একটি নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান এবং ওই বছরের ডিসেম্বর মাসে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
১০