নেতানিয়াহুর ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন' : প্রধানমন্ত্রীর দপ্তর

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:৪১

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর জানিয়েছে, ৭৫ বছর বয়সী এই নেতা শুক্রবার জেরুজালেমের একটি হাসপাতালে ‘রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন’।

জেরুজালেম থেকে এএফপি জানায়, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ সকালে জেরুজালেমের শা‘আরে জেদেক মেডিকেল সেন্টারে একটি রুটিন কোলনোস্কোপি সফলভাবে সম্পন্ন করেছেন।’

এর আগে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জানায়, ইসরাইল হামাসের কাছে পেশ করা একটি নতুন গাজা যুদ্ধবিরতির প্রস্তাব অনুমোদন করেছে। তবে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটি বলেছে, প্রস্তাবটি তাদের চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে।

প্রধানমন্ত্রী হিসেবে ২০২২ সালের ডিসেম্বর থেকে পুনরায় দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তার দপ্তর জানিয়েছে।

২০২৩ সালের জুলাইয়ে গাজা যুদ্ধ শুরুর কয়েক মাস আগে নেতানিয়াহুর শরীরে পেসমেকার প্রতিস্থাপন করা হয়। এর আগে মাথা ঘোরার অভিযোগে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

২০২৪ সালের মার্চে তিনি হার্নিয়া অস্ত্রোপচার করান এবং ওই বছরের ডিসেম্বর মাসে তার প্রোস্টেট গ্রন্থি অপসারণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার গতিশীলতা দরকার : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
১০