পাকিস্তানে ঝড়-বৃষ্টিতে এক সপ্তাহে ৩২ জনের প্রাণহানি

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৭:৫৯
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস): তীব্র তাপদাহের পর পাকিস্তানে গত এক সপ্তাহে ঝড়-বৃষ্টিতে অন্তত ৩২ জনের প্রাণহানি এবং ১৫০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

শুক্রবার দেশটির কর্মকর্তারা আরও পাঁচজনের প্রাণহানির খবর জানিয়েছেন।

করাচি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এর আগে বৃহস্পতিবার উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত এবং তীব্র বায়ুপ্রবাহে এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানায় প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

জাতীয় আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত পাকিস্তানের উত্তর ও মধ্যাঞ্চলে ঝড়ো আবহাওয়া অব্যাহত থাকতে পারে। 

তীব্র ঝড়ো হাওয়ায় দেশের বিভিন্ন স্থানে গত শনিবার ১৪ জন এবং মঙ্গলবার ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটি জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং ক্রমবর্ধমান চরম আবহাওয়ার সাথে লড়াই করছে।

একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার সিন্ধু প্রদেশের হায়দ্রাবাদে ঝড়-বৃষ্টিতে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বেশিরভাগ মৃত্যু দেয়াল ও ছাদ ধসে পড়ার কারণে হয়েছে। এছাড়া প্রচণ্ড ঝড়ের কারণে সৌর প্যানেল ভেঙে অন্তত দুইজন মারা গেছেন।

পাকিস্তানে প্রতি বছর তীব্র ঝড়ের কারণে অনেক মানুষ মারা যান। সাধারণত মে মাসে অস্বাভাবিক হারে মৃত্যু হয়।

গত এপ্রিল মাসে অস্বাভাবিক উষ্ণতা ও অত্যন্ত শুষ্ক শীতের পর মে মাসে তাপদাহ দেখা দেয়। মে মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছয় ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল, যা সর্বোচ্চ ৪৮ ডিগ্রি সেলসিয়াস (১১৮ ডিগ্রি ফারেনহাইট) এর ওপরে পৌঁছায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল 
কেনেডিকে টিকা নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধের আহ্বান মার্কিন স্বাস্থ্য কর্মকর্তাদের
দোহারের আওয়ামী লীগ নেতা শেখ রুনু ও সেন্টু গ্রেফতার  
১০