ইউক্রেন প্রশ্ন এখন যুক্তরাষ্ট্রের জন্য ‘বিশ্বাসযোগ্যতার পরীক্ষা’ : মাখোঁ

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৮:০৪

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল সিঙ্গাপুর শুক্রবার বলেছেন, ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার টালবাহানার জবাবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখন ‘বিশ্বাসযোগ্যতার পরীক্ষা’র সম্মুখীন।

সিঙ্গাপুর থেকে এএফপি জানায়, যুদ্ধ অবসানের কূটনৈতিক প্রচেষ্টা সম্প্রতি গতি পেলেও রাশিয়া যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনে প্রচণ্ড গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।

রোববার রাতে এক বিরল মন্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘পাগল’ বলে অভিহিত করলেও তিনি এখনও মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকিগুলো কার্যকর করেননি।

মাখোঁ বলেন, রাশিয়া যদি ‘শান্তির জন্য প্রস্তুত নয়’ বলে নিশ্চিত করে, তাহলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে তাদের ‘অঙ্গীকার’ বাস্তবায়ন করতে হবে। বিষয়টিকে তিনি ‘আমেরিকানদের জন্য বিশ্বাসযোগ্যতার পরীক্ষা’ হিসেবে চিহ্নিত করেন।

তিনি আরও বলেন, ‘৪৮ ঘণ্টা আগে আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি। তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা কী করব? আমরা (ইউরোপীয়রা) প্রস্তুত।’

সিঙ্গাপুর সফররত মাখোঁ এ সপ্তাহেই বলেছিলেন, তিনি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প এখন বুঝেছেন যে পুতিন শান্তির প্রতিশ্রুতি দিয়ে মিথ্যা বলেছেন এবং তিনি আশা করছেন, মার্কিন প্রেসিডেন্টের ক্ষোভ এবার বাস্তব পদক্ষেপে রূপ নেবে।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, এখন সময় এসেছে রাশিয়ার বিরুদ্ধে ‘আরও ব্যাপক নিষেধাজ্ঞার হুমকি’ দেওয়া, যাতে তারা ২০২২ সালে ইউক্রেনে শুরু করা আগ্রাসন বন্ধ করতে বাধ্য হয়।

ম্যাখোঁ ১০মে ইউরোপীয় অন্যান্য নেতার সঙ্গে কিয়েভ সফর করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে রাশিয়াকে একটি যুদ্ধবিরতি মেনে নেওয়ার চূড়ান্ত প্রস্তাব দেন।

রাশিয়ার আগ্রাসনের ফলে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে গেছে এবং এতে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
সিলেট-ঢাকা-সিলেট রুটে বিমানের ভাড়া পুনর্নির্ধারণ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৪
রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনুর প্রচারণা শুরু
পিরোজপুরে তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণ 
পিরোজপুরে খাল পরিষ্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ 
সরাসরি চুক্তিতে সিলেট টাইটান্স দলে আমির
সিরিয়ায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত ১০
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
১০