সিরিয়ার নতুন বাহিনীর ওপর প্রথম হামলার দায় স্বীকার আইএসের: মনিটর

বাসস
প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৯:১৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ মে, ২০২৫ (বাসস) : সিরিয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির নতুন সরকারপন্থি বাহিনীর ওপর প্রথম হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী। বৃহস্পতিবার মনিটর এমন তথ্য জানিয়েছে।

সাইট ইন্টেলিজেন্স গ্রুপ-এর বরাতে বৈরুত থেকে এএফপি জানায়, আইএস এক বিবৃতিতে দাবি করেছে, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় সুইদা প্রদেশে সরকারি বাহিনীর একটি যানবাহনে ‘বিস্ফোরক ডিভাইস’ স্থাপন করেছিল।

সাইট এবং সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) দু’টি সংস্থাই নিশ্চিত করেছে, আসাদ সরকারের পতনের পর নতুন সরকারের ওপর এটি আইএসের প্রথম হামলার দায় স্বীকার।

এসওএইচআরের মতে, বুধবার দূরনিয়ন্ত্রিত মাইন বিস্ফোরণে সিরীয় সেনাবাহিনীর ৭০তম ডিভিশনের একটি টহলদল আক্রান্ত হলে একজন নিহত এবং তিনজন সেনা সদস্য আহত হন।

প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি মরুভূমি অঞ্চলে সিরীয় সরকারি বাহিনীর সঙ্গী হিসেবে ছিলেন।

ক ড়ড়রঃ সময়ে সিরিয়া ও ইরাকের বড় অংশ নিয়ন্ত্রণকারী আইএস ২০১৯ সালে কুর্দি নেতৃত্বাধীন বাহিনী এবং আন্তর্জাতিক জোটের অভিযানে সিরিয়ায় ভূখণ্ডগতভাবে পরাজিত হয়। তবে তারা এখনো দেশটির বিস্তীর্ণ মরুভূমিতে সক্রিয় রয়েছে।

গত ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর ইসলামপন্থি নেতৃত্বাধীন নতুন সরকারের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে আইএসের হামলার ঘটনা খুবই বিরল ছিল।

তবে তারা উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে নিয়মিতভাবেই।

এই সপ্তাহেই সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা রাজধানী দামেস্কের কাছে আইএসের একটি সেল-এর সদস্যদের গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে হামলার প্রস্তুতির অভিযোগ রয়েছে।

এ মাসের শুরুতে সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে এক অভিযানে সরকারপন্থি বাহিনীর এক সদস্য এবং আইএসের তিন যোদ্ধা নিহত হয়।

চলতি মাসেই সৌদি আরবের রাজধানী রিয়াদে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানান, ‘আইএসের পুনরুত্থান রোধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে।’ এমন তথ্য হোয়াইট হাউস জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে অবৈধ বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৩ জনের কারাদণ্ড
জিলানীর শরীরে থেকে যাওয়া পিলেট অপসারণ করলেন রফিকুল ইসলাম
ব্রিটেনে আশ্রয় চেয়ে রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়ছে
গণতন্ত্র উত্তরণে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : তারেক রহমান
নতুন প্রযুক্তির ক্যাবলের চাহিদা বাড়বে : ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা 
শিক্ষাখাতে বিনিয়োগে আলোকিত সমাজ গড়া সম্ভব: চসিক মেয়র
সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কার্যক্রম: আরো পাঁচ বিচারপতির বিষয়ে তদন্ত চলমান
চট্টগ্রামে প্রথমবার আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট
জুলাই-আগস্টের শহীদরা আমাদেরকে গণতন্ত্রের স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছেন : মির্জা ফখরুল 
১০