যুক্তরাষ্ট্রে ট্রাক উল্টে উড়ে গেল ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি 

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:২১

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে এক ট্রাক দুর্ঘটনায় প্রায় ২৫ কোটি মৌমাছি মুক্ত হয়ে যাওয়ায় স্থানীয় পুলিশ সতর্কতা জারি করেছে। হুলওয়ালা এই বিপজ্জনক পতঙ্গের আক্রমণ ঠেকাতে বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে ।

লস অ্যাঞ্জেলেস থেকে এএফপি এ খবর জানায়।

যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওয়াশিংটন অঙ্গরাজ্যে এ ঘটনাটি ঘটেছে। সীমান্তবর্তী ওয়াটকম কাউন্টিতে একটি সেমি-ট্রেইলার ট্রাক উল্টে গেলে, তাতে থাকা মৌচাকভর্তি বাক্সগুলো বাইরে ছড়িয়ে পড়ে। ওই সময় ট্রাকে করে বিপুলসংখ্যক মৌমাছি পরিবহণ করা হচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ওয়াটকম কাউন্টি শেরিফ কার্যালয়  জানায়, ‘২৫ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায়’।

তারা আরো জানিয়েছে, ‘মৌমাছি দলবেঁধে ছড়িয়ে পড়ার শঙ্কা থাকায় অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।’

ঘটনাস্থলের আশপাশের সড়কগুলোতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞ মৌ চাষিদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

মৌচাষিরা কেবল মধু উৎপাদনের জন্যই মৌমাছি পালন করেন না; অনেক সময় কৃষকদের ফসলের পরাগায়নে সহায়তা করতে মৌচাক ভাড়াও দেন। এই মৌমাছি পরিবহণ কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে দুর্ঘটনার পর মৌমাছির দল এলাকায় ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্যের ঝুঁকি দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছেন, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সাধারণ মানুষকে ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০