অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে মার্কিন দূতকে তলব করল কিউবা

বাসস
প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:৪৭

ঢাকা, ৩১ মে, ২০২৫ (বাসস) : কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, তারা দেশটির অভ্যন্তরীণ বিষয়ে 'হস্তক্ষেপমূলক আচরণের' প্রতিবাদে হাভানায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত মাইক হ্যামারকে তলব করেছে।

হাভানা থেকে এএফপি জানায়, গত নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর থেকে হ্যামার কিউবার বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়িয়েছেন, যেখানে তিনি বিরোধীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং এসব সাক্ষাতের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।

এক বিবৃতিতে কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা হ্যামারের মনোযোগ আকর্ষণের জন্য তাকে আবারও তলব করেছে এবং তার ‘হস্তক্ষেপ ও বৈরিতাপূর্ণ আচরণের’ ব্যাপারে সতর্ক করেছে।

হ্যামারকে ‘মৌখিক প্রতিবাদপত্র’ দেওয়া হয় এবং জানানো হয়, তিনি কূটনৈতিক মর্যাদার আড়ালে কিউবার সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করতে পারেন না।

হাভানা অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের এই কূটনীতিক কিউবান নাগরিকদের এমন কিছু কর্মকাণ্ডে উৎসাহ দিচ্ছেন, যা ‘একটি বৈরী বিদেশি শক্তির স্বার্থ ও উদ্দেশ্যকে’ সহায়তা করে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র কিউবার ওপর ছয় দশক ধরে বাণিজ্য অবরোধ জারি রেখেছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর তা আরও জোরদার করেছেন।

তিনি বিশেষভাবে কিউবাকে ‘সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক’ রাষ্ট্রের তালিকায় ফের অন্তর্ভুক্ত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রূপগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন 
প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
প্রকল্প ব্যবস্থাপনা উন্নয়ন কার্যক্রমের সফল বাস্তবায়নের অন্যতম ভিত্তি : তথ্য সচিব
পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে না   
পেকুয়ায় নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে ডেন্টাল ও মেডিক্যাল ক্যাম্পেইন
চাঁদপুরে অবৈধ জাল ও বোটসহ ১১ জেলে আটক
জয়ের সুযোগ হাতছাড়া করল বাংলাদেশ
শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান
জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল মঙ্গলবারের প্রফেশনাল কোর্সের সকল পরীক্ষা স্থগিত
১০